বিবিসির ওপর প্রভাব বাড়াচ্ছে সরকার
ব্রিটেনের সংবাদমাধ্যম বিবিসির ওপর প্রভাব বাড়ানোর পরিকল্পনা করছে দেশটির সরকার। বিবিসিকে ঢেলে সাজাতে বড় ধরনের সংস্কার আনার লক্ষ্যে বৃহস্পতিবার ব্রিটেনের পার্লামেন্টে তা নিয়ে বিতর্ক হওয়ার কথা রয়েছে বলে খবর প্রকাশ করেছে এএফপি।
৯০ বছরের সংবাদপ্রচারের ইতিহাসে এবারই প্রথম বিবিসি সংস্কারের জন্য শ্বেতপত্র প্রকাশ করতে যাচ্ছে দেশটির সরকার। এ পরিকল্পনার আওতায় রয়েছে, বিবিসির সম্প্র্রচার স্বাধীন সংবাদমাধ্যম ‘ওয়াচডগ অফকমে’র দ্বারা পরিচালিত হবে। দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য গঠিত হবে একটি নয়া কমিটি, যা সরকারি নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে।
যদিও বিবিসির অধিকাংশ কর্মকর্তা সরকারের এমন সিদ্ধান্তের ফলে সংবাদমাধ্যমটির সম্পাদকীয় বিভাগে সরকারি প্রভাব বৃদ্ধি পেলে সংবাদের স্বকিয়তা হারাবে বলে মনে করছেন। বৃহস্পতিবার এ শ্বেতপত্র পাসের সময় ব্রিটেনের গণমাধ্যমমন্ত্রী জন হোয়াইটিংডেল উপস্থিত থাকবেন বলে জানা গেছে। বিবিসির সরকারি চার্টার সংস্কারের আগে সংসদে এমপিদের মধ্যে বিতর্ক হবে।