ফিলিস্তিনী শিশু হত্যায় রেকর্ড
ইসরাইলী বাহিনীর হামলায় ২০১৫ সালের শেষ ৩ মাসে ২৫ জন শিশু নিহত হয়েছে। এই সংখ্যা গত সাত বছরের মধ্যে সবচাইতে বেশি। এছাড়া নিহত শিশুদের বয়স ১২ থেকে ১৭ বছরের মধ্যে। এ তথ্য জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের শিশু বিষয়ক সংগঠন ইউনিসেফ।
শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি বলছে, ‘ছুরি হামলার অজুহাতে ওইসব ফিলিস্তিনী শিশুদের গুলী করে হত্যা করেছে ইসরাইলী নিরাপত্তা বাহিনী। শিশুদের বিরুদ্ধে সেনা ব্যবহারের এই তৎপরতা ব্যাপক উদ্বেগজনক।’
প্রতিবেদনে আরো বলা হয়েছে ইতঃপর্বে তিন মাসে (অক্টোবর থেকে ডিসেম্বর) পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম জুড়ে চালানো ওই হামলায় আহত হয়েছে আরো ১৩শ ফিলিস্তিনী শিশু। ওই সময় ফিলিস্তিনীদের হাতে আহত ইসরাইলী শিশুর সংখ্যা মাত্র তিন।
ওই সময়ের মধ্যে ইসরাইলীদের হাতে রেকর্ড পরিমাণ ফিলিস্তিনী শিশুকে আটকও করা হয়েছে। এসব শিশুদের বয়স ১২ থেকে ১৭ বছরের মধ্যে। ডিসেম্বরের শেষ নাগাদ শিশু আটকের সংখ্যা ছিল ৪২২। এর আগে ২০০৯ সালের মার্চ মাসে সবচেয়ে বেশি ফিলিস্তিনী শিশুকে আটক করেছিল ইসরাইল। ইসরাইলী আইন অনুযায়ী ১২ বছর বয়সী যে কোনো ফিলিস্তিনী শিশুর বিচার করা আইনগত বৈধ।