এশিয়ার শেয়ার বাজারে মহাধস

সিরিয়ায় সম্ভাব্য হামলার আশংকায় চরম বিপর্যয়ের মুখে পড়েছে এশিয়ার শেয়ারবাজার। এ প্রভাব ইউরোপ-আমেরিকার দেশগুলোতেও দেখা গেছে। বিশেষ করে বাজার ধসের শিকার হয়েছে জাপান, চীন ও ভারত। কয়েকদিন ধরে ধারাবাহিক সূচক পতন থেকে এমন আভাস আগে থেকেই পাওয়া যাচ্ছিল। কিন্তু সর্বশেষ বুধবার সূচক পতন মারাÍক আকার ধারণ করে। শেয়ার দরপতন থেকে গ্রাহকদের মনে এখন আতংক আরও অবনতির। সিরিয়া হামলার আগেই যদি পরিস্থিতি এমন ভয়াবহ হয় তবে হামলার পর কি অবস্থা দাঁড়াতে পারে তাই এখন ভাবনার বিষয়। যুদ্ধ মানে ধ্বংসÑ এ সত্যটি আবারও প্রমাণিত হল এশিয়ার শেয়ারবাজারের পতন থেকে। যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের যৌথ হামলার আশংকায় তেলের সরবরাহ কমে গেছে। হামলা হলে তেলের দাম হু হু করে বেড়ে যেতে পারে। ফলে বাধাগ্রস্ত হবে জ্বালানি স্বনির্ভর বহুজাতিক কোম্পানির সার্বিক কার্যক্রম।
এ প্রভাব পড়বে সর্বক্ষেত্রে। যদিও সিরিয়া উল্লেখযোগ্য তেল উৎপাদন ও বিপণনের দেশ নয় তারপরও সিরিয়া হামলা অস্থির করবে গোটা মধ্যপ্রাচ্যকে- এমন ধারণা থেকেই বিনিয়োগ কমে আসছে। বিশ্বের মোট জ্বালানি তেলের তিন ভাগের এক ভাগ চাহিদা পূরণ করে মধ্যপ্রাচ্য। কিন্তু এখানে যুদ্ধ ছড়িয়ে পড়লে তাতে অর্থনীতি ও রাজনীতি দুই-ই ক্ষতিগ্রস্ত হবে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button