ট্রাম্প সম্পর্কে নিজের বক্তব্যে অনড় ক্যামেরন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের তীব্র প্রতিক্রিয়ার পরেও ট্রাম্প সম্পর্কে করা নিজের বক্তব্য প্রত্যাহার করছেন না ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।
তবে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘বিশেষ সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ’ বলেও জানিয়েছেন।
গত সোমবার ক্যামেরনের মুখপাত্র ড্যান ইয়র্ক-স্মিথ বলেছেন, ‘ক্যামেরন তার বক্তব্যে অনড় রয়েছেন। তবে যুক্তরাষ্ট্রের নির্বাচনে যে প্রার্থীই জয়ী হোক, তার সঙ্গেই কাজ করতে ক্যামেরন প্রতিশ্রুতিবদ্ধ।’
গত সোমবার ব্রিটেনের টেলিভিশন চ্যানেল আইটিভির গুড মর্নিং ব্রিটেন অনুষ্ঠানে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পের প্রতিক্রিয়ার পরই ক্যামেরন ওই মন্তব্য করেন।
সম্প্রতি ট্রাম্পের মুসলিম বিদ্বেষী বক্তব্যের তীব্র সমালোচনা করেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। তিনি ট্রাম্পকে ‘মূর্খ, বিভেদকারী এবং ভুল’ বলে উল্লেখ করেছিলেন।
ওই সমালোচনার প্রতিক্রিয়ায় ট্রাম্প ব্রিটেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক পুনর্মূল্যায়নের ইঙ্গিত দেন। ট্রাম্প জানান, তিনি প্রেসিডেন্ট হলে ‘সম্ভবত আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক নাও থাকতে পারে। আমি তার (ক্যামেরন) সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই। কিন্তু সম্ভবত তিনি সমস্যাটিকে বুঝতে চান না।’
ট্রাম্প ওই সাক্ষাৎকারে লন্ডনের মেয়র সাদিক খানের মন্তব্যের কথাও উল্লেখ করেছেন। উল্লেখ্য, সাদিক খান ট্রাম্পকে ‘অজ্ঞ’ বলে উল্লেখ করে বলেন, ‘ট্রাম্পের এই অবস্থান দুই দেশের নিরাপত্তার জন্যই হুমকির কারণ হতে পারে।’
সাদিক খানের বক্তব্যের প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, ‘আমি খুবই ক্ষুব্ধ, তিনি আমাকে চেনেন না। এগুলো খুবই রূঢ় বক্তব্য। আমার মনে হয়, তার অজ্ঞতার কারণেই তিনি এসব কথা বলেছেন।’