ম্যান বুকার জিতলেন দক্ষিণ কোরিয়ার হান কাং

manবিশ্ব সাহিত্যের অন্যতম মর্যাদাসম্পন্ন পুরস্কার ম্যান বুকার। চলতি বছর এই পুরস্কার পেয়েছেন দক্ষিণ কোরিয়ার হান কাং। কোরিয়ান ভাষায় লেখা নিজের প্রথম উপন্যাস ‘দ্য ভেজেটারিয়ান’-এর জন্য তিনি এই পুরস্কার জিতেছেন। পুরস্কার বাবদ তিনি ৫০ হাজার পাউন্ড পাবেন। তবে এটি তার উপন্যাসের ব্রিটিশ অনুবাদক ডেবোরাহ স্মিথের সঙ্গে সমানভাবে ভাগাভাগি করে নিতে হবে।
একজন নারী যিনি সমাজে মাংস খাওয়ার রীতিনীতি ত্যাগের জন্য যে সংগ্রাম চালিয়ে গেছেন তার ওপর রচিত হয়েছে উপন্যাসটি। প্রাণিরক্ষা আন্দোলনে তার ওই উপন্যাস ব্যাপক ভূমিকা রাখায় তাকে এ পুরস্কার প্রদান করা হয়।
‘দ্য ভেজিটারিয়ান’ উপন্যাসের কাহিনী গড়ে ওঠেছে মূলত ইয়ং হি নামের এক নারীকে কেন্দ্র করে। ইয়ং হি একজন কর্তব্যনিষ্ঠ স্ত্রী। তার বিনয়ী স্বামী একজন অফিসকর্মী। মানুষের বর্বরতার প্রতিবাদে একসময় মাংস খাওয়া বর্জন করেন ইয়ং হি। ধীরে ধীরে তিনি নিজেকে বৃক্ষ হিসেবে কল্পনা করতে শুরু করেন।
বুকার পুরস্কার কমিটির চেয়্যারম্যান বয়েড থনকিন বলেন, গীতধর্মী ও ট্রাজেডি উভয় পদ্ধতির মাধ্যমে একজন নারীর পারিবারিক ঐতিহ্য ও সমাজের রীতিনীতি উপেক্ষা করার চিত্র এ উপন্যাসে নিখুঁত, সংক্ষিপ্ত ও সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। স্মিথের ইংরেজিতে অনুবাদও ছিল চমৎকার ও কার্যকরী।
ম্যান বুকার পুরস্কারের জন্য এবার যেসব সাহিত্যিক মনোনীত হয়েছিলেন তারা হচ্ছেন : তুরস্কের ওরহান পামুক, ইতালির এলেনা ফেরেনেট, অ্যাঙ্গোলার ওয়ার্ডসস্মিথ জোসে এদুয়ান্দো আগুয়ালুসা, চীনের ইয়ান লিয়াঙ্ক ও অস্ট্রেলিয়ার উপন্যাসিক রবার্ট স্মিথালার। তবে শেষ পর্যন্ত এসব বাঘা বাঘা লেখককে হটিয়ে দিয়ে পুরস্কার জিতে নেন কোরিয়ান ঔপন্যাসিক হান কাং।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button