লন্ডনের রত্নভাণ্ডার কিনছে চীনা ব্যাংক আইসিবিসি
লন্ডনের একটি বিশাল রত্নভাণ্ডার কিনতে রাজি হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ ব্যাংক চীনের আইসিবিসি স্ট্যান্ডার্ড ব্যাংক।
বিবিসি বলছে, সম্পদ বিবেচনায় আইসিবিসি স্ট্যান্ডার্ড ব্যাংক এখন বিশ্বের সবচেয়ে বড় ব্যাংক।
এর মাধ্যমে পশ্চিমা অর্থনীতির অন্যতম কেন্দ্র যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে চীনের প্রথম ব্যাংক হিসেবে একটি ভাণ্ডারের মালিক হতে চলেছে আইসিবিসি। নিজেদের মূল্যবান ধাতুর ব্যবসা আরো বাড়ানোর লক্ষ্য নিয়েই রত্নভাণ্ডারটি কিনছে ব্যাংকটি।
রত্নভাণ্ডারটি বিক্রি করছে ব্রিটিশ বহুজাতিক ব্যাংকিং ও অর্থনৈতিক কোম্পানি বার্কলেস। এই রত্নভাণ্ডারটিতে দুই হাজার মেট্রিক টন সোনা, রূপা, প্লাটিনাম ও প্যালাডিয়াম থাকতে পারে।