সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যুর পর শিশুর জন্ম
সড়ক দুর্ঘটনায় এক মায়ের মৃত্যুর কয়েক ঘণ্টা পর ডাক্তার ও নার্সদের সহায়তায় পৃথিবীর মুখ দেখল এক শিশু। যুক্তরাষ্ট্রের মিশৌরি প্রদেশে বিরল এই ঘটনাটি ঘটেছে।
এপির বরাত দিয়ে এনডিটিভি জানায়, গত বুধবার সারাহ ইলের-এর প্রসব বেদনা হলে তার স্বামী মেট রাইডার দ্রুত তাকে হাসপাতালে নেয়ার চেষ্টা করে। কিন্তু মধ্য পথে সড়ক দুর্ঘটনায় হাসপাতালে নেয়ার আগেই মারা যায় সারাহ। কিন্তু সে মারা যাওয়ার ১ঘণ্টার কম সময়ের মধ্যে শিশুটিকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয় ডাক্তার।
এদিকে শিশুটির বাবা মেট গুরুতর আহত হলেও বর্তমানে শঙ্কামুক্ত আছেন। তার শরীরের বেশ কিছু হাড় ভেঙ্গে গেছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
প্রাথমিকভাবে ডাক্তাররা ধারণা করেন, মায়ের মৃত্যুর পর জন্মানোর কারণে শিশুটি অক্সিজেনজনিত সমস্যায় ভুগছিল এবং ভবিষ্যতে তার মানসিক সমস্যা দেখা দিতে পারে। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে শিশুটি সুস্থ আছে।