কুরআন প্রতিযোগিতায় ৭০টি দেশের মধ্যে বাংলাদেশ চতুর্থ

BDচলতি সপ্তাহে ইরানে অনুষ্ঠিত বিশ্ব কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় ৭০টি দেশের মধ্যে বাংলাদেশের অন্ধ হাফেজ তানভির হোসাইন চতুর্থ স্থান অর্জন করেছেন। তিনি ঢাকার উত্তর দনিয়া মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী।
হাফেজ তানভির হোসাইন এর আগেও ৭৩টি দেশের মধ্যে মসজিদুল হারামে অনুষ্ঠিত কুরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছিলেন।
মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসা থেকে এর আগেও ৩০ জন হাফেজ বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সাথে অংশ নিয়ে ১ম, ২য়, ৩য় স্থান অর্জনসহ কৃতিত্বপূর্ণ ফলাফল করেন। এর স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ ও সৌদি সরকার এবং কওমি মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক) শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাওয়ার্ড তুলে দেন প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আলহাজ হাফেজ কারী নেছার আহমাদ আন নাছিরী ও তার বিশ্বজয়ী ছাত্রদের হাতে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button