মুসলিমবিরোধী সমাবেশের বিরুদ্ধে একজন সাহসী নারী
গত সপ্তাহে বেলজিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল মুসলিম সংস্কৃতির প্রদর্শনী ‘মুসলিম এক্সপো’। কিন্তু গত মার্চের সন্ত্রাসী আক্রমণের ফলে বেলজিয়ামজুড়ে বেড়েছে মুসলিমবিদ্বেষী মনোভাব। চলছে অনেক মুসলিমবিরোধী প্রতিবাদও। ব্রাসেলসের ওই আক্রমণে দায় স্বীকার করেছিল জঙ্গি গ্রুপ আইএস। আর এ থেকেই বেলজিয়ামের অধিকাংশ নাগরিকই সব মুসলমানকে সন্ত্রাসী হিসেবে ধারণা পোষণ করে আসছে।
ওই সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বেলজিয়ামের একটি রাজনৈতিক দল আয়োজন করেছিল মুসলিমবিরোধী এক মানববন্ধনের। তাদের দাবি ছিল বেলজিয়ামে কোনো হেডস্কার্ফ থাকবে না, থাকবে না কোনো মসজিদ। থামিয়ে দিতে হবে ইসলামকে।
কিন্তু জাকিয়া বেলখিরি নামের এক মুসলিম তরুণী জানালেন এর প্রতিবাদ। প্রতিবাদের পন্থাটা ছিল কিন্তু ভিন্ন। সেই মানববন্ধনের সামনেই ভি চিহ্ন দেখিয়ে তুলে ফেলেন এক সেলফি। আর তার এই অভিনব পন্থাটিই ধরা পড়ে জারগেন অগাস্টিন নামক একজন ফটোগ্রাফারের ক্যামেরায়। তিনি সেটি পোস্ট করে দেন একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর এতেই ভাইরাল হয়ে যায় সেই সেলফি-প্রতিবাদের ছবিটি।