বাজারে আসছে স্যামসাংয়ের ‘ফোল্ডেবল ফোন’
২০১৭ সালের জানুয়ারির মধ্যে একগুচ্ছ চমকদার স্মার্টফোন বাজারে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে মোবাইল প্রস্তুতকারক স্যামসাং। এর মধ্যে একটি বিশ্বের প্রথম ‘ফোল্ডেবল ফোন’।
সম্প্রতি এই নিয়ে একটি প্রেজেন্টেশনও দিয়েছে ‘স্যামসাং’। পরের বছরের মধ্যে মোট পাঁচটি ‘ফ্ল্যাগশিপ’ স্মার্টফোন বাজারে নিয়ে আসছে তারা। এগুলো হলো গ্যালাক্সি এস ৮, গ্যালাক্সি এস৮ এজ, গ্যালাক্সি নোট ৭, গ্যালাক্সি নোট ৭ এজ এবং ‘গ্যালাক্সি এক্স’। এই ‘গ্যালাক্সি এক্স’ ফোনটি হবে ‘ফোল্ডেবল’।
স্যামসাং-এর ‘গ্যালাক্সি এক্স’ ফোল্ডেবল ফোনটি হবে ‘অর্গানিক লাইট এমিটিং ডায়ডস’ বা ‘ওএলইডি’ ডিসপ্লে সমৃদ্ধ। এর ‘ফোল্ডেবল’ স্ক্রিনটি হবে ‘ফোর কে’ প্রযুক্তির।
নতুন প্রযুক্তির ফোনকে খুব সহজে বাজার লভ্য করতে বারবারই ‘অ্যাপেল’-কে প্রতিযোগিতায় ফেলেছে স্যামসাং। এবার আগেভাগে বিশ্বের প্রথম ‘ফোল্ডেবল ফোন’ আনার কথা ঘোষণা করে ‘অ্যাপেল’-এর উপর চাপ বাড়াল দক্ষিণ কোরিয়ান প্রতিষ্ঠানটি।
মোবাইল প্রযুক্তির বিশেষজ্ঞদের মতে, স্যামসাং এখন শুধু উন্নতমানের ডিসপ্লে সমৃদ্ধ ফোন বানিয়েই বিরত থাকতে চাইছে না। তারা এমন এক ফোন বাজারে আনতে চাইছে যাতে অত্যাধুনিক প্রযুক্তি ঠেসে দেওয়া শুধু যাবে না, তা খুব সহজে বহন করাও যাবে।