মিসরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মুরসি সমর্থকদের বিক্ষোভ
সরকারের পদত্যাগের দাবিতে মিসরজুড়ে বিক্ষোভ করেছে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুরসির সমর্থকরা। নিষেধাজ্ঞা সত্ত্বেও শুক্রবার জুমার নামাজের পর দেশটির রাজধানী কায়রোসহ অন্য জেলাগুলোতে হাজার হাজার ব্রাদারহুড নেতাকর্মী মুরসির পুনর্বহালের দাবিতে বিক্ষোভ করে। সংবাদ আল-জাজিরা।
সংবাদে বলা হয়, দুই সপ্তাহ আগে ব্রাদারহুডের সমর্থকদের বিক্ষোভে পুলিশের সাথে সংঘর্ষে শতাধিক লোক নিহত হয়। মিসরের আজকের বিক্ষোভের পূর্বেই সহিংসতা হলে সরাসরি গুলি চালানো হবে বলে ঘোষণা দেয় দেশটির কর্তৃপক্ষ। তবে এ হুমকি উপেক্ষা করেই দেশজুড়ে বিক্ষোভ করছে ব্রাদারহুড নেতাকর্মীরা।
এদিকে পোর্ট সাইয়েদে বিক্ষোভ চলাকালে সহিংসতায় তিনজন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। অপরদিকে শরকিয়ায় আরো একজন নিহত হয়েছে বলে দাবি করেছে মুরসি সমর্থকরা।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, গিজা শহরে মসজিদের বাইরে মুরসি সমর্থক ও আইনশৃঙ্খলা বাহিনীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।