জর্ডানের কাছে সাদ্দামকন্যাকে ফেরত চায় ইরাক

Ragadইরাকের প্রয়াত শাসক সাদ্দাম হোসেনের জ্যেষ্ঠ কন্যা রাগাদ হোসেন ও বাথ পার্টির সাবেক নেতাদের ফেরত দিতে জর্ডানের প্রতি আহ্বান জানিয়েছে ইরাক সরকার। বর্তমানে রাগাদসহ বাথ পার্টির এসব নেতা জর্ডানের আশ্রয়ে রয়েছেন।
ইরাকের ইরবিল শহরে জর্ডানি কনসালের সঙ্গে ইরাকের সিনিয়র কয়েকজন কর্মকর্তার বৈঠকের পর এক বিবৃতিতে এ অনুরোধ করেছেন ইরাকি পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম আল জাফারি। ২০০৩ সালে ইরাকে মার্কিন ও ব্রিটিশ সরকার সামরিক আগ্রাসন চালালে রাগাদ হোসেন জর্ডানে চলে যান এবং সেখানে তিনি রাজপরিবারের মেহমান হিসেবে বসবাস করছেন।
বিবৃতিতে জাফারি বলেন, ‘ইরাকের বিচার বিভাগ যেসব ব্যক্তিকে ফেরারি ঘোষণা করেছে, তাদের মধ্যে যারা জর্ডানের মাটিতে বসবাস করছেন, তাদের বাগদাদের কাছে হস্তান্তর করার জন্য আম্মানের প্রতি আহ্বান জানানো হচ্ছে।’
তবে এরইমধ্যে জর্ডানের রাজপরিবার ৪৭ বছর বয়সী রাগাদকে ফেরত দেয়ার বিষয়ে ইরাকের এ অনুরোধ প্রত্যাখ্যান করেছে।
ইরাকের সরকারকে উৎখাত করার জন্য রাগাদ হোসেন সন্ত্রাসীদের অর্থ দিয়ে মদদ দিচ্ছেন বলে বাগদাদ অভিযোগ করে আসছে। আর এ অপরাধেই রাগাদকে দেশে এনে বিচার করতে চান ইরাকের আদালত।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button