গুজরাটে চালু হচ্ছে ইসলামিক ব্যাংক
ভারতের মাটিতে প্রথম ইসলামিক ব্যাংক চালু হচ্ছে। নরেন্দ্র মোদির গুজরাটে খোলা হচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) সৌদি আরবের জেদ্দা শহরে এই ব্যাংকের সদর কার্যালয় গুজরাটের সামাজিক উন্নয়নে ইসলামিক ব্যাংক কাজ করবে বলে জানানো হয়েছে শরিয়াহ আইন অনুসারে কাজ করা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক ৫৬টি ইসলামিক দেশে তাদের শাখা খুলেছে সদস্য দেশগুলোর সামাজিক উন্নয়নে তারা কাজ করে গত জুনে সংযুক্ত আরব আমিরাত সফরে ইসলামিক ব্যাংকের ভারতে শাখা খোলার বিষয়ে সবুজ সঙ্কেত দেন প্রধানমন্ত্রী এক্সিম ব্যাঙ্কের সঙ্গে ইসলামি ব্যাংকের সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয় চুক্তি অনুসারে আইডিবি ভারতের জন্য ৩৫০টি মেডিকেল ভ্যান দেবে এই ভ্যানগুলো গুজরাটের ছোটা উদেপুর, নর্মদা ও ভারুচের আদিবাসী এলাকায় মিলবে।