সিরিয়া অভিযানে যুক্তরাষ্ট্রকে ফ্রান্সের সমর্থন
সিরিয়ায় সামরিক অভিযান চালানোর ব্যাপারে ব্রিটেন পিছু হটলেও যুক্তরাষ্ট্রের পাশে আছে ফ্রান্স। ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ বলেছেন, ‘সব দিক বিবেচনা করে দেখা হয়েছে।’ আগামী বুধবারের মধ্যে সেনা অভিযান চালানো হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
শুক্রবার লে মুন্দে পত্রিকার সঙ্গে সাক্ষাৎকারে ওঁলাদ বলেন, সিরিয়ায় সেনা অভিযানের ব্যাপারে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয় নি। জাতিসংঘ পর্যবেক্ষক দল প্রতিবেদন জমা দেওয়ার পর সিদ্ধান্ত নেয়া হবে।
তিনি বলেন, ‘প্রত্যেকটি দেশেরই কোনো অভিযানে অংশগ্রহণ করা বা না করার অধিকার আছে। ব্রিটেন সেনা অভিযানের সিদ্ধান্ত থেকে সরে আসায় ফ্রান্সের অবস্থানের কোনো পরিবর্তন হবে না।’
এর আগে ব্রিটেন সরে আসার পর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল বলেন, সিরিয়া সঙ্কট মোকাবেলায় যুক্তরাষ্ট্র এর আন্তর্জাতিক মিত্র সহযোগিতা চাইবে। এরপরই ফ্রাঁসোয়া ওঁলাদ এসব মন্তব্য করলেন।
সিরিয়ার রাজধানী দামেস্কে রাসায়নিক অস্ত্র হামলা চালানোয় দেশটিতে সামরিক অভিযান চালাতে চায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্স। পার্লামেন্টে এমপিদের বিরোধীতার কারণে এখন অভিযানের সিদ্ধান্ত থেকে সরে এসেছে ব্রিটেন।
জাতিসংঘ পর্যবেক্ষক দল বর্তমানে দামেস্কে অবস্থান করছে। শনিবার তারা প্রতিবেদন জমা দেবেন বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিব বান কি মুন। তবে খোদ ওবামা প্রশাসনের অনেক শীর্ষ কর্মকর্তাই ‘সিরীয় সেনাবাহিনী বেসামরিক নাগরিকদের ওপর রাসায়নিক অস্ত্রের হামলা চালিয়েছে’ বলে মনে করেন না।