১৬০৯ ছুরিকাঘাত

চলতি বছরের ৫ মাসে নিউইয়র্ক সিটিতে ১ হাজার ৬০৯টি ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। গত বছরের তুলনায় এই সময়ে ১৫৫টি ছুরিকাঘাত বেড়েছে। ফলে ছুরিকাঘাতের ঘটনা বেড়েছে শতকরা ১০ ভাগ।
এদিকে সিটিতে ছুরিকাঘাতের ঘটনা বেড়ে যাওয়ায় নিউইয়র্ক সিটির পুলিশ বিভাগ সিটির গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশি টহল বাড়িয়েছে। সবচেয়ে ব্যস্ততম স্থান টাইম স্কয়ারে অতিরিক্ত ৬০ জন পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিউইয়র্ক সিটিতে সর্বশেষ ছুরিকাঘাতের ঘটনা ঘটে ২০ মে। ওইদিন বেলা সাড়ে ১১টার দিকে ব্রুকলিনের প্যাসিফিক সাবওয়ে স্টেশনে এক দুর্বৃত্ত ইফরেই (৩৩) নামের এক যুবকের কাছে তার মোবাইল ফোন চায় এবং ফোনটি না দেয়ায় ওই দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
উদ্ভূত পরিস্থিতিতে সংশ্লিষ্টরা রাস্তা, বাস, সাবওয়ে চলাচলে সাবধানতা অবলম্বনের জন্য যাত্রীদের দৃষ্টি আকর্ষণ করেছেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button