ব্রিটিশ পুলিশে এশিয়ানদের নেয়ার উদ্যোগ
যুক্তরাজ্যের ওয়েস্ট ইয়র্কশায়ারের পুলিশ বাহিনীতে বেশি সংখ্যায় এশিয়ানদের নিয়োগ দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। দেশটির ওই অঞ্চলে বসবাসকারী জনসংখ্যার মধ্যে এশিয়ানদের সংখ্যা উল্লেখযোগ্য হলেও পুলিশ বাহিনীতে তাদের প্রতিনিধিত্ব খুবই কম। পুলিশ বাহিনীতে বৈচিত্র্য আনার জন্যই এ উদ্যোগ নেয়া হয়েছে।
কিভাবে হচ্ছে এই নিয়োগ? আর এশিয়ানদের মধ্যে এ নিয়ে আগ্রহ কতটা?
ওয়েস্ট ইয়র্কশায়ারের একটি কেন্দ্রে পুলিশের জন্য যে নিয়োগ প্রক্রিয়া চলছে তাতে অনেকেই আসছেন আবেদন করতে।
কর্তৃপক্ষ বলছে এ অঞ্চলে জনসংখ্যার মধ্যে প্রায় ১৮ শতাংশ দক্ষিণ-এশিয়ার। যাদের মধ্যে রয়েছে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশী কমিউনিটি।
ব্রাডফোর্ডের একটি কলেজের ক্যারিয়ার মেলায় পুলিশে যোগ দিতে আগ্রহীদের আবেদন নিতে এসেছেন পুলিশ কনস্টেবল আমজাদ দিত্তা।
তিনি বলছিলেন, আমাদের পুলিশ বাহিনীতে বৈচিত্র্য নেই। আমাদের কমিউনিটিতে যারা বসবাস করে তাদের সবার যথাযথ প্রতিনিধিত্ব থাকা উচিত। আমার কাজ হচ্ছে এসব মানুষের কাছে যাওয়া এবং জিজ্ঞেস করা কেন তারা পুলিশ বাহিনীতে আসতে চায় না।
কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন কেন পুলিশে যোগ দিতে চায় না? জনসংখ্যার বিচার তারা ১৮ শতাংশ হলেও পুলিশ বাহিনীতে এদের প্রতিনিধিত্ব মাত্র সাড়ে পাঁচ শতাংশ।