জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সফলতার শীর্ষে বাংলাদেশ
আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান ও সফলতা শীর্ষে অবস্থান করছে। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
“আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে বাংলাদেশর অবদান” শীর্ষক বিদেশী অনুদানমুক্ত স্থানীয় সংগঠন ফোরাম সিএলএনবি কর্তৃক উক্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের নেতা হারুনূর রশিদ।
আলোচনা সভায় বক্তারা আরো বলেন, ১৯৮৮ সাল থেকে শুরু হওয়া শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তি সেনারা দায়িত্ব পালনকালে তাদের সততা, দক্ষতা, নিরপেক্ষতা, দুঃস্থদের সহযোগিতা, যুদ্ধরত উপদলগুলোর মধ্যে শান্তি স্থাপন, যুদ্ধে ক্ষতিগ্রস্থদের নিরাপত্তা নিশ্চিত করতে ১৩০ জন শান্তিসেনা আত্মত্যাগ করেন।
বক্তারা বলেন, বর্তমানে শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশর ৯৪৩২ জন শান্তিসেনার মধ্যে বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্য ১১১১ জন, অবশিষ্ট বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্য।
তারা বলেন, ১৯৮৮ সন থেকে এ পর্যন্ত বাংলাদেশ ৪০ দেশের ৫৪টি মিশনে ১৪৪৭৩৯ জন শান্তিসেনা প্রেরণ করেছে। এর মধ্যে বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্য সংখ্যা ১৬১৯৪ জন, অবশিষ্ট বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্য।
আলোচন সভায় বক্তব্য রাখেন, কর্নেল (অব:) দিদারুল আলম বীরপ্রতীক, হারুনার রশিদ ভুইয়া, মোকাদ্দেম হোসেন, নার্গিস জাহান বানু, এডভোকেট আফজাল হোসেন, মোহাম্মদ শামসুদ্দিন প্রমুখ। –বাসস