শরণার্থী শিবির নির্মাণের ঘোষণা প্যারিস মেয়রের
ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রথম শরণার্থী শিবির নির্মাণের ঘোষণা দিয়েছেন নগরটির মেয়র আন্নে হিদালগো। গত মঙ্গলবার তিনি জানান, আগামী ছয় সপ্তাহের মধ্যে শরণার্থী শিবিরটির নির্মাণ কাজ শেষ হবে।
প্যারিসে কয়েক হাজার শরণার্থী অবস্থান করছেন। ধারণা করা হচ্ছে, শিবিরটিতে দিনে ও রাতে শরণার্থীদের থাকার ব্যবস্থা করা হবে।
সমাজতান্ত্রিক রাজনীতিক আন্নে হিদালগো বলেন, শিবির নিয়ে আমরা কঠিন পরিশ্রম করব। তিনি জানান, বর্তমান পরিস্থিতি মেনে নেয়া যাচ্ছে না। প্যারিসের উত্তরে আগামী কয়েকদিনের মধ্যেই এ শিবির নির্মাণ করা হবে। বর্তমানে একটি অস্থায়ী শিবিরে প্রায় ৮০০ শরণার্থী অবস্থান করছেন।
প্যারিসের মেয়র আরও জানান, নতুন শিবিরটি কালাইস বন্দরের মতো করেই তৈরি করা হবে। এদিকে, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইএমও) জানিয়েছে, চলতি বছর নৌকাডুবিতে ভূমধ্যসাগরে নিহত শরণার্থীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় আড়াই হাজার। শুধু গত এক সপ্তাহে মারা গেছেন এক হাজারেরও বেশি শরণার্থী। -বিবিসি