মুরসির মৃত্যুদন্ড অনুমোদন দিলেন দেশটির মুফতি
মিশরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির মৃত্যুদন্ড অনুমোদন দিয়েছেন দেশটির মুফতি। মধ্যপ্রাচ্যের গণমাধ্যম সূত্রে জানা যায়, মিশরের মুফতি ড. শাওকি আল্লাম প্রেসিডেন্ট মুরসীর বিরুদ্ধে দেয়া মৃত্যুদন্ড অনুমোদন করে তা কার্যকরের পক্ষে মত দিয়েছেন। তবে তিনি তার এই মতটি খুবই গোপনে সংশ্লিষ্ট ক্রিমিনাল কোর্টে পাঠিয়েছেন বলে জানা গেছে।
মিশরের আইন হলো, যদি কোন নাগরিককে মৃত্যুদন্ড দেয়া হয়, তাহলে সেই দন্ডের ব্যপারে ধর্মীয় দৃষ্টিভংগি জানার জন্য মুফতির মত বা অনুমোদন নিতে হয়। তবে এই মুফতি শুধু মুরসীর একার মৃত্যুদন্ড অনুমোদন করেননি। বরং তার সাথে ব্রাদারহুডের আরও অনেক শীর্ষ নেতার নাম জুড়ে দিয়েছে। যার মধ্যে আছেন ইসাম আল আরিয়ান, খায়রাত আল শাতির, মোহাম্মাদ বেলতাগি, আহমেদ আবদেল আত্তি, সাইদ মাহমুদ ইজ্জাত, মিতওয়ালী সালাউদ্দিন, আম্মার মাহমুদ আহমাদ, ফুয়াদ আল বান্না, আহমেদ রাজিব সুলায়মান প্রমুখ।