লন্ডন স্টক এক্সচেঞ্জে হ্যাকারদের হামলা

Stock Exchangeহ্যাকারদের হামলায় দুই ঘন্টা অচল ছিলো লন্ডন স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট। ফিলিপাইনভিত্তিক হ্যাকারদের গ্রুপ অ্যনোনিমাস এ হামলা চালিয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলিমেইল।
সরকারি, ধর্মীয় ও বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের ওয়েবসাইটে হামলা চালানোর ব্যাপারে কুখ্যাতি রয়েছে অ্যনোনিমাসের। ২০০৮ সালের জানুয়ারিতে চার্চ অব সায়েন্টোলজির ওয়েবসাইট হ্যাক করার মাধ্যমে আলোচনায় আসে গ্রুপটি। হ্যাকারদের এই গ্রুপটি দাবি করেছে, তারা গত মাসে সুইস ন্যাশনাল ব্যাংক, ভেনিজুয়েলার কেন্দ্রীয় ব্যাংক ও যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে ফেডারেল রিজার্ভসহ ৬৭টি প্রতিষ্ঠানে সফলভাবে হামলা চালাতে সক্ষম হয়েছে। লন্ডন স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে হামলার ২৪ ঘন্টা আগে তুর্কি স্টক এক্সচেঞ্জ ও নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের নিয়ন্ত্রণকারী সংস্থা এনওয়াইএসই ইউরোনেক্সটের ওয়েবসাইটেও হামলা চালিয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৯টায় লন্ডন স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে হামলা চালায় হ্যাকাররা। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, এর ফলে লেনদেনে কোনো প্রভাব পড়েনি, কিংবা কোনো গুরুত্বপূর্ণ তথ্যও চুরি হয়নি। তবে সাইটটি দুই ঘন্টার জন্য অচল ছিলো।
এ ব্যাপারে লন্ডন স্টক এক্সচেঞ্জ কোনো মন্তব্য করতে রাজী হয়নি।
লন্ডন পুলিশ জানিয়েছে, স্টক এক্সচেঞ্জে হামলার বিষয়ে তাদের কিছুই জানানো হয়নি এবং এ বিষয়ে তাদের কাছে কোনো তথ্যও নেই।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button