জামায়াতের লোগো পরিবর্তন
নিজেদের লোগো পরিবর্তন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নতুন লোগোতে লাল-সবুজ রং ব্যবহার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জামায়াতের দেয়া এক বিবৃতিতে লোগো পরিবর্তনের বিষয়টি পরিলক্ষিত হয়। সাম্প্রতিক হত্যাকাণ্ডে জামায়াতকে জড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে এ বিবৃতি দেয়া হয়।
লোগো সম্পর্কে জামায়াতের বক্তব্য:
এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী লোগো সম্পর্কে একটি বিবৃতি দিয়েছে। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি অধ্যাপক মোঃ তাসনীম আলম এ কথা জানান।
জামায়াতে ইসলামীর ওয়েবসাইটে বলা হয়েছে, আজ ৮ জুন দৈনিক প্রথম আলো, দৈনিক জনকণ্ঠ, মানবজমিন, দৈনিক ইত্তেফাক, ডেইলী স্টারসহ কতিপয় অনলাইন পত্রিকায় “জামায়াতের লোগো পরিবর্তন” শীর্ষক খবর প্রকাশিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারী অধ্যাপক মোঃ তাসনীম আলম এক বিবৃতি প্রদান করেন।
বিবৃতিতে তাসনীম আলম বলেন, “কোনো সংগঠনের গঠনতন্ত্রই লোগো বহন করে। সর্বশেষ সংশোধিত গঠনতন্ত্র যা নির্বাচন কমিশনে জমা আছে, তাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো লোগো নেই এবং বর্তমানেও আমরা নতুন কোনো লোগো চালু করিনি। তাই আমাদের এ বক্তব্যের পরে আশা করি এ সংক্রান্ত সকল ভুল বোঝাবুঝি দূর হবে।