মিসরে ফের মুরসি সমর্থকদের উপর হামলা, নিহত ৬

Egyptমিসরে ফের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থকদের উপর হামলা চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। এতে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। শুক্রবার রাজধানী কায়রোয় জুমার নামাজের পর মুরসি সমর্থকদের শান্তিপূর্ণ বিক্ষোভের সময় এ হামলা চালানো হয়। সেনা সমর্থিত সরকারের বিরোধীতা করে মুরসিকে পূনর্বহালের দাবিতে গতকাল জুমার নামাজের পর হাজার হাজার মুরসি সমর্থক কায়রোসহ অন্যান্য শহরে শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু করে। তারা কায়রোর সাহেব রুমি মসজিদে স্লোগান দিতে থাকে ‘জেগো উঠো, ভয় পেয়ো না, সেনা বাহিনী অবশ্যই ক্ষমতা ছাড়বে। মিসর ইসলামী রাষ্ট্র, সেক্যুলার নয়।’ দু’সপ্তাহ আগে মুসলিম ব্রাদারহুডের সমাবেশে সেনা বাহিনীর হামলায় শত শত কর্মী সমর্থক নিহত ও দলের শীর্ষ নেতাদের আটকের পর এটিই সবচেয়ে বড় সমাবেশ ছিল। তারা শান্তিপূর্ণভাবেই সমাবেশে করছিল। এদিকে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, শুক্রবার মুরসি সমর্থক ও স্থানীয়দের সংঘর্ষে ছয়জন নিহত হন। বিক্ষোভকারীরা বিকেলের দিকে কায়রোসহ অন্যান্য শহরে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় সেনা বাহিনী ও পুলিশ টিয়ার গ্যাস, সেমি অটেম্যাটিক রাইফেল নিয়ে বিক্ষোভকারীদের সামনের চেকপোস্টে অবস্থান নেয়। এর আগে বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, রাষ্ট্রীয় স্থাপনায় হামলা চালালে পুলিশকে অস্ত্র ব্যবহার করার আদেশ দেয়া হয়েছে। এ হুঁশিয়ারি উপেক্ষা করেই মুরসি সমর্থকরা গতকাল রাস্তায় নামে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button