ফিলিস্তিনিদের উচ্ছেদে ফেসবুক-টুইটারও
ফিলিস্তিনের ভূ-খণ্ড দখলে সর্বদা ব্যস্ত ইসরাইল। এজন্য তারা নিরীহ ফিলিস্তিনিদের রক্ত ঝরাতেও দ্বিধা করে না। সেই দখলদারদের দাবির পরিপ্রেক্ষিতে এবার ফিলিস্তিনদের হাজার হাজার অ্যাকাউন্ট, পেজ ও পোস্ট মুছে ফেলেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটার।
ইসরাইলের আইনমন্ত্রী আয়েতেল শাকেদের দাবিতে পরিপ্রেক্ষিতে তারা এ কাজ করেছে। খবর মিডিলইস্ট মনিটরের।
ইয়েদিয়থ আহরোনথ নামে ইসরাইলি পত্রিকাকে দেশটির আইনমন্ত্রী আয়েতেল শাকেদ বলেছেন, ‘ফেসবুক এবং টুইটার আমাদের দাবির পরিপ্রেক্ষিতে ফিলিস্তিনিদের ৭০ ভাগ কনটেন্ট সফলভাবে মুছে ফেলেছে।’
তিনি আরও বলেন, ‘ইন্টারনেটে হত্যার উস্কানি ও সন্ত্রাসবাদ ছড়িয়ে দেয়ার বার্তাও আমরা মুছে ফেলতে সক্ষম হয়েছি।’
ফিলিস্তিনিরা ইন্টারনেটে হত্যা ও সন্ত্রাসবাদ উস্কে দিচ্ছে এমন অভিযোগ করে আয়েতেল শাকেদ তাদের উস্কানিমূলক প্রচারণা বন্ধে সম্প্রতি ফেসবুক, টুইটার ও গুগল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসেন। সে বৈঠকে তাদের সহায়তা চান তিনি।
বৈঠক শেষে আইনমন্ত্রী দাবি করেন, ইন্টারনেটে উস্কানি বন্ধ হলে ইসরাইলে সন্ত্রাসী হামলাও কমে যায়। এতেই প্রমাণ হয়, ইন্টারনেটে উস্কানির সঙ্গে সন্ত্রাসী হামলার যোগসূত্র রয়েছে।