প্রিন্স চার্লস মধু নিয়ে অসুস্থ নওয়াজকে দেখতে গেলেন
লন্ডনে চিকিৎসারত পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে দেখা করলেন ব্রিটিশ প্রিন্স চার্লস। গত শনিবার চার্লস পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজের লন্ডনস্থ বাসায় তাকে দেখতে যান এবং স্বাস্থ্যের খোঁজখবর নেন। পাকিস্তানের প্রধানমন্ত্রীর জন্য ক্লিয়ারেন্স হাউজের বাগানের মধুও নিয়ে গেছেন চার্লস। নওয়াজের মেয়ে মারিয়ামের এক টুইটের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন খবরটি নিশ্চিত করেছে। টুইটে মারিয়াম লিখেছেন, ‘প্রিন্স চার্লস নওয়াজ শরিফের সঙ্গে দেখা করেছেন এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। চার্লস বলেছেন একজন বন্ধু হিসেবে তিনি নওয়াজকে দেখতে এসেছেন। মহামান্য রানী দ্বিতীয় এলিজাবেথের পক্ষ থেকে সুস্থতা কামনা করে দেয়া একটি বার্তাও নওয়াজকে পৌঁছে দেন চার্লস।’ মারিয়াম জানিয়েছেন চার্লস তার বাবার জন্য ক্লিয়ারেন্স হাউজের বাগানের মধু নিয়ে গেছেন এবং বলেছেন সে মধু নওয়াজকে দ্রুত সুস্থ হয়ে উঠতে সহায়তা করবে। মধু পেয়ে চার্লসকে ধন্যবাদ জানান নওয়াজ। বলেন, ‘মহানবী (স)ও মধুকে আরোগ্য লাভের উপকরণ বলতেন।’
এর আগে শুক্রবার বাহরাইনের রাজা শেখ হামমাদ বিন ইসা আল খলিফাও নওয়াজের সুস্থতা কামনা করে একটি শুভেচ্ছ বার্তা পাঠান। উল্লেখ্য, ৩১ মে সফলভাবে নওয়াজের ওপেন হার্ট সার্জারি হয়। তার শারীরিক সুস্থতা কামনা করে বিশ্ব নেতদের অনেকেই বার্তা পাঠিয়েছেন। ২ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও নওয়াজকে ফুল পাঠিয়ে তার আরোগ্য কামনা করেছেন।