গাম্বিয়ায় রমযানের পবিত্রতা রক্ষায় নাচ-গান নিষিদ্ধ
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া নাচ-গান এবং ড্রামসসহ বাদ্যযন্ত্র বাজানো নিষিদ্ধ করেছে। পুরো রমযান মাসজুড়ে দেশব্যাপী এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে দেশটির পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে।
গাম্বিয়া পুলিশের নিষেধাজ্ঞায় বলা হয়, ‘রমযান মাসে দিনে অথবা রাতে এমন কোনও অনুষ্ঠান আয়োজন করা যাবে না, যেখানে নাচ-গান এবং ড্রামস বা অন্য কোনও বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়। নিষেধাজ্ঞা অমান্যকারীদের গ্রেফতার করা হবে এবং কোনও ছাড় না দিয়েই আইনের আওতায় নেয়া হবে।’
গত সোমবার পুলিশের মুখপাত্র লামিন এনজি ফরাসি সংবাদমাধ্যম এএফপিকে বলেন, ‘পুলিশের নিষেধাজ্ঞা জনগণ মেনে নিয়েছে। এখনো পর্যন্ত নিষেধাজ্ঞা অমান্যের কোনও অভিযোগ পাওয়া যায়নি।’
গত ডিসেম্বরে গাম্বিয়ার প্রেসিডেন্ট ইয়াহিয়া জামেহ দেশটিকে ইসলামী রাষ্ট্র ঘোষণা করেন। তবে সংখ্যালঘু খ্রিস্টান সম্প্রদায়ে লোকদের নিজধর্ম পালনের সম্পূর্ণ অধিকার দেয়া হয়। একইসঙ্গে নারীদের জন্য নির্দিষ্ট কোনও পোশাকের বিধান রাখা হয়নি।