বাংলাদেশীদের জন্য পাঁচ বছরেও ডিভি লটারি নয়
লটারির মাধ্যমে যুক্তরাষ্ট্রে স্থায়ী নাগরিকত্বের জন্য ডাইভার্সিটি ভিসা (ডিভি) প্রোগ্রামে বাংলাদেশের কোটা পূরণ হয়ে গেছে। তাই বাংলাদেশীদের জন্য এই মুহূর্তে ডিভি লটারির কোনো সুযোগ নেই। আগামী পাঁচ বছরেও এই সুযোগ আসার সম্ভাবনা নেই। এমনকি ভবিষ্যতে আর কখনো এই সুযোগ নাও আসতে পারে।
গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে আমেরিকান ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন ঢাকায় মার্কিন দূতাবাসের কনসাল জেনারেল এলিজাবেথ গোর্লে। বিদ্যমান প্রেক্ষাপটে কোনো বাংলাদেশী যাতে ডিভি লটারি নিয়ে প্রতারণার ফাঁদে পা না দেন, সে জন্য সতর্ক করেছে মার্কিন দূতাবাস।
ডিভি প্রোগ্রাম বাংলাদেশীদের জন্য ২০১২ সাল থেকে বন্ধ আছে।দূতাবাসের সাংবাদিক সম্মেলনে ভিসা জালিয়াত সম্পর্কে সবাইকে অবগত করতে একটি ভিডিও দেখানো হয়। সাংবাদিক সম্মেলনে বলা হয়, ভিসার আবেদনের সময় যা সত্য, তা-ই বলুন। কোনো প্রশ্ন থাকলে দূতাবাসে যোগাযোগ করুন। গত বছর বাংলাদেশ থেকে ৪৪ হাজার ভিসার আবেদন পড়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রে অভিবাসী হওয়ার জন্য ২৪ হাজার আবেদন পড়েছে।
ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের কনস্যুল জেনারেল এলিজাবেথ গোর্লে তার বক্তব্যে ভিসা আবেদনকারীদের উচ্চমানের সেবা প্রদানে যুক্তরাষ্ট্র দূতাবাসের গুরুত্বের কথা জোর দিয়ে বলেন বাংলাদেশের পর্যটক, শিক্ষার্থী, ব্যবসায়িক কাজে ভ্রমণকারী এবং অভিবাসীদের যুক্তরাষ্ট্র সরকার যথেষ্ট গুরুত্ব দেন। “প্রতি বছর হাজারো বাংলাদেশী সঠিকভাবে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করে। সম্ভাব্য সকল আবেদনকারী যাতে জালিয়াতির শিকার না হয়, তা নিশ্চিত করতে আমরা এই ভিডিওটি তৈরি করেছি,” বলেন মিস গোর্লে।
এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশের ভিসা আবেদনকারীদের রক্ষায় যুক্তরাষ্ট্র দূতাবাস জালিয়াতি-বিরোধী প্রচারণা শুরু করলো । বার্তাটি খুবই সহজ এবং সব ধরনের ভিসা আবেদনকারীদের জন্য প্রযোজ্য: যা সত্যি তাই বলুন, আবেদনপত্র নিজে পূরণ করুন এবং কোন প্রশ্ন থাকলে দূতাবাসে যোগাযোগ করুন। এই ভিডিওটি ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের সাথে যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে স্টপ-মোশন অ্যানিমেশন প্রযুক্তি অবলম্বনে তৈরি করা হয়েছে।
যুক্তরাষ্ট্রে ভিসার জন্য কিভাবে আবেদন করবেন সে সম্পর্কে আরও তথ্য পাওয়া যাবে দূতাবাসের ওয়েবসাইটে https://bd.usembassy.gov -প্রেস বিজ্ঞপ্তি।