জরুরি বৈঠকের আহবান করতে পারে ইইউ
ইউরোপিয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে যদি বৃটিশরা রায় দেন তাহলে ইউরোপজুড়ে শুরু হতে পারে আতঙ্ক। দেখা দিতে পারে ক্ষোভ।
বাস্তবে কি ঘটবে সে বিষয়ে আগেভাগে পূর্বাভাস দেয়া খুবই কঠিন। এরই প্রেক্ষিতে ইউরোপিয় ইউনিয়নের সব নেতা চাইছেন বৃটেন তাদের সঙ্গেই থাকুক। এমন নেতারা হলেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল, ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদে, ইউরোপিয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক ও ইউরোপিয় কমিশনের প্রেসিডেন্ট জ্যাঁ ক্লাউডি জাঙ্কার। তারা ইউরোপিয় অভিবাসীদের কাজের সুবিধা, পাউন্ড স্টারলিংয়ের নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় নিয়ে সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শুধু তা-ই নয়। তারা বৃটেনকে ইউরোপিয় ইউনিয়নে ধরে রাখার জন্য আরও অনেক সুবিধা দেয়ার প্রস্তাব করছেন। কিন্তু ইউরোপিয় ইউনিয়নে থাকার পক্ষ ও বিপক্ষ দু’গ্রুপই সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।