ইইউ প্রতিষ্ঠাতা দেশগুলো বৈঠকে বসবে শনিবার
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে যুক্তরাজ্যের বেশিরভাগ মানুষ ভোট দেয়ার পর সংস্থার প্রতিষ্ঠাতা দেশগুলো শনিবার বৈঠকে বসছে। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাংক ওয়াল্টার স্টেইনমিয়ার ইইউ’র প্রতিষ্ঠাতা দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রীদের সঙ্গে আলোচনার জন্য এ বৈঠকের আয়োজন করছেন।
জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ফ্রান্সের জ্যাঁ-মার্ক আরাউলÍ, নেদারল্যান্ডের বার্ট কোয়েনডার্স, ইতালির পাওলো জেনটিলোনি, বেলজিয়ামের দিদিয়ের রেইনডার্স ও লুক্সেমবার্গের জ্যাঁ অ্যাসেলবর্ন ‘ইউরোপে চলমান রাজনৈতিক বিষয়’ নিয়ে বার্লিনে বৈঠক করবেন।