কওমী মাদরাসা শিক্ষা বোর্ড পরীক্ষার ফল প্রকাশ
বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক)-এর ৩৯তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হয়েছে। পাশের হার ৭২.২৯%।
দুপুরে বেফাক মিলনায়নে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বেফাক মহাসচিব মাওলানা আব্দুল জব্বার জাহানাবাদী পরীক্ষার ফলাফল ঘোষণা করেন। পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মুফতী আবূ ইউসুফ পরীক্ষার ফলাফলের ফাইল বেফাকের মহাসচিবের নিকট হস্তান্তর করেন। পরীক্ষার ফলাফলের সকল তথ্য বেফাকের নিজস্ব ওয়েব সাইট www.wifaqbd.org তে পাওয়া যাবে।
পরীক্ষার ৭টি স্তরে মোট পরীক্ষার্থী ৮৬১৭০ জন এবং মোট পাস করেছে ৬২২৯৩ জন। স্টারমার্ক পেয়েছে মোট ১১২৭৭ জন। প্রথম বিভাগে পাস করেছে ১৪৬৫৩ জন ছাত্র-ছাত্রী। কওমী মাদরাসার সর্বোচ্চ ক্লাস তাকমীলে (স্নাতকোত্তর ডিগ্রী) পাশের হার ছাত্রদের ৭৪.০০% এবং ছাত্রীদের ৬৬.৬৫%। ফযীলত (স্নাতক) ছাত্রদের পাশের হার ৬৯.৯৭% এবং ছাত্রীদের পাশের হার ৬২.৪৭%। সানাবিয়া ‘উলইয়া (উচ্চ মাধ্যমিক) ছাত্রদের পাশের হার ৬৮.৩৮% এবং ছাত্রীদের পাশের হার ৫৬.৭৩%। মুতাওয়াসসিতাহ (নিম্ন মাধ্যমিক) ছাত্রদের পাশের হার ৮১.১০% ও ছাত্রীদের পাশের হার ৬৬.৮৬%। ইবতিদাইয়্যাহ (প্রাইমারী) ছাত্রদের পাশের হার ৭১.৪৬% এবং ছাত্রীদের পাশের হার ৬১.৬৩%। এছাড়া তাহফীজুল কুরআন ও ‘ইলমুত তাজবীদ ওয়াল ক্বিরাআত বিভাগের পাশের হার যথাক্রমে ৮৫.৩৫%এবং ৮৬.৯৪%।
ফলাফল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেফাকের সহকারী মহাপরিচালক মাওলানা যুবায়ের আহমাদ চৌধুরী, মুফতী ওমর ফারুক সন্দীপী, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আব্দুল জলিল ফারুকী, মুফতী আমিনুল হক, মাওলানা আব্দুর রশিদ প্রমুখ।
৭ টি স্তরের মেধা তালিকা : তাকমীল- মেধা তালিকার শীর্ষে ঢাকা জেলার মাদরাসা বাইতুল উলূম ঢালকানগর-এর মুহাম্মাদ কামরুল হাসান। দ্বিতীয় স্থান অধিকার করেছেন নারায়ণগঞ্জ জেলার জামিয়া রাব্বানিয়া আরাবিয়া, জালকুড়ি- এর মুহাম্মাদ রাশেদুল ইসলাম এবং ৩য় স্থান অধিকার করেছেন ঢাকা জেলার জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম ফরিদাবাদ এর মোল্লা আব্দুল হাসীব। বালিকা শাখায় মেধা তালিকায় প্রথম ঢাকা জেলার রামপুরা জাতীয় মহিলা মাদরাসার রাবিবা হুসাইন বুশরা। ২য় স্থান অধিকার করেছেন বগুড়া জেলার আল জামিয়াতুল আরাবিয়া লিল বানাত (ফাতেমা (রা:) মহিলা মাদরাসা), চকলোকমান-এর মোছাম্মত সুমাইয়া তাছনীম ও ৩য় হয়েছেন ঢাকা জেলার রামপুরা জাতীয় মহিলা মাদরাসার হুমাইরা সিদ্দিকা।
ফযীলত- মেধা তালিকার শীর্ষে ঢাকা জেলার জামিয়া ইসলামিয়া বাইতুন নূর, যাত্রাবাড়ী-এর মুহাম্মাদ জাওয়াদ আহমাদ। ২য় ও ৩য় স্থান ঢাকা জেলার মাদরাসা বাইতুল উলূম ঢালকানগর- এর মুহাম্মাদ আদনান এবং মুহা: ইয়াসীন। ফযীলতের বালিকা শাখায় মেধা তালিকার শীর্ষে ঢাকা জেলার রামপুরা জাতীয় মহিলা মাদরাসা-এর মাহিরা। ২য় স্থান ঢাকা জেলার জামিয়া সাহাবানিয়া দারুল উলূম (বানাত শাখা), এলিফ্যান্ট রোড এর জান্নাতুন নাঈম সাদিয়া এবং ৩য় ঢাকা জেলার রামপুরা জাতীয় মহিলা মাদরাসার ফাতেমা যয়নব।
সানাবিয়া উলইয়া- মেধা তালিকার শীর্ষে খুলনা জেলার মাদরাসা উমার বিন খাত্তাব (রা:) মুহাম্মাদ নগর মাদরাসার সাইয়্যেদ আবূ সাঈদ। ২য় ও ৩য় যথাক্রমে কুমিল্লা জেলার রাজাপুর জামিয়া ইসলামিয়া মোহাম্মাদিয়া,লাকসাম-এর মুহাম্মাদ কামরুল হাসান এবং ঢাকা জেলার জামিয়াতু ইব্রাহীম (আ:),মাহমূদনগর এর মুহাম্মাদ উবাইদুল্লাহ সিরাজ। সানাবিয়া এর বালিকা শাখায় প্রথম ঢাকা জেলার আল মাদরাসা আল মাদানিয়া আল আরাবিয়া (মিরপুর মহিলা মাদরাসা)-এর মারইয়াম মুবাশশিরা। মেধা তালিকায় ২য় ও ৩য় যথাক্রমে বরিশাল জেলার চরমোনাই জামিয়া রশীদিয়া আহসানাবাদ মহিলা শাখার মোসাম্মাত রুকাইয়া এবং ঢাকা জেলার মাদরাসা ফাতেমাতুজ্জাহরা মহিলা মাদরাসা মোহাম্মাদপুর এর নাঈমা হুসাইন।
মুতাওয়াসসিতাহ- মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছেন যৌথভাবে ৩ জন। গাজিপুর জেলার আল জামিয়াতুল উসমানিয়া দারুল উলূম সাতাইশ মাদরাসার মোজ্জাম্মেল হক, কুষ্টিয়া জেলার আশরাফুল উলূম মাদরাসা,মঙ্গলবাড়ীয়া-এর হাবীবুর রহমান এবং একই মাদরাসার মুহাম্মাদ মুযযাম্মিলুল হক। যৌথভাবে ২য় হয়েছেন ঢাকা জেলার জামিয়া রাহমানিয়া আরাবিয়া আলী এন্ড নূর রিয়েল স্টেট, মুহাম্মাদপুর এর খালেদ সাইফুল্লাহ এবং কুষ্টিয়া জেলার আশরাফুল উলুম মাদরাসা, মঙ্গলবাড়ীয়া এর মুহাম্মাদ ইমতিয়াজ মাহমূদ আনাস। যৌথভাবে ৩য় হয়েছেন ঢাকা জেলার জামিয়া ইসলামিয়া বাইতুন নূর, যাত্রাবাড়ী- এর মুহাম্মাদ সাজ্জাদ হুসাইন এবং ঢাকা জেলার জামিয়াতু ইবরাহীম (আ:) মাহমূদনগর মাদরাসার মুহাম্মাদ আনিসুর রহমান। বালিকা শাখায় প্রথম ঢাকা জেলার দারুল উলুম মহিলা মাদরাসা, গোলাপবাগ এর নাজিয়া সুলতানা। ২য় ও ৩য় ঢাকা জেলার মাদরাসা আয়েশা সিদ্দীকা (রা:) ঢালকানগর এর নুসরাত জাহান এবং ফাতেমাতুজ্জুহরা (রা:) মুহাম্মাদপুর মাদরাসার মারিয়া তাবাসসুম।
ইবতেদাইয়্যাহ- মেধা তালিকার শীর্ষে কুমিল্লা জেলার রাজাপুর জামিয়া ইসলামিয়া মোহাম্মদিয়া মাদরাসার মুহাম্মদ মাহদী হাসান এবং ২য় একই মাদরাসার মুহাম্মাদ সানাউল্লাহ। ৩য় মোমেনশাহী জেলার দারুল উলুম নিযামিয়া মধ্যবাড়েরা মাদরাসার ইফতিখার আলম হামীম। বালিকা শাখায় প্রথম মোমেনশাহী জেলার মিফতাহুল জান্নাত (মহিলা মাদরাসা) গলগন্ডা এর নুসরাত জান্নাত জারীন। ২য় হয়েছেন কিশোরগঞ্জ জেলার হালিমা সা‘দিয়া মহিলা মাদরাসা, ভৈরবপুর-এর উম্মে কুলসুম এবং কুমিল্লা জেলার আয়েশা সিদ্দীকা মহিলা মাদরাসার সিরাজাম মুনিরা। ৩য় ঢাকা জেলার মাদরাসা আয়েশা সিদ্দীকা (রা:) ঢালকানগরের সামিয়া জান্নাত।
তাহফিজুল কুরআন- হিফজের ৪২টি ও কিরাআতের দুটি গ্রুপে (প্রতি গ্রুপে ৩ জন করে) পৃথক পৃথক ভাবে মেধা তালিকার শীর্ষে রয়েছেন আরো অনেকেই।