ব্রেক্সিট : ব্রিটেন থেকে চলে যাওয়ার কথা ভাবছে ভোডাফোন
মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান ভোডাফোন জানিয়েছে, যুক্তরাজ্য থেকে তারা সদর দফতর সরিয়ে নেয়ার কথা ভাবছে। ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) ছাড়তে ব্রিটেনের আলাপ আলোচনা বিবেচনা করে তারা পরবর্তী সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছে। খবর- বিবিসির।
এক ইমেইল বার্তায় তারা বলেছে, ইইউ-এর মুক্ত চলাচল সুবিধা অব্যাহত রাখা ভোডাফোনের জন্য খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও ইইউতে মুক্তভাবে মূলধন ও পণ্য পরিবহন সুবিধাকে তারা গুরুত্ব দিচ্ছে।
গণভোটের ফলাফলে ইইউ থেকে ব্রিটেন বের হয়ে যাওয়া নিশ্চিত হয়ে যাওয়ার পর ঠিক এমনটাই আশঙ্কা করা হচ্ছিল। ব্রিটেনে সদর দফতর এমন অনেক বহুজাতিক প্রতিষ্ঠান ইইউ-এর অবাধ চলাচল সুবিধা অব্যাহত রাখতে অন্যত্র চলে যেতে পারে বলে ধারনা করা হচ্ছিল।