ইউএস-বাংলা এয়ারলাইন্সের তৃতীয় বর্ষে পদার্পণ

US Bangla১৭ জুলাই ২০১৬ ইউএস-বাংলা এয়ারলাইন্সের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী। ১৭ জুলাই ২০১৪ তারিখে বাংলাদেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে যশোরে উদ্বোধনী ফ্লাইট পরিচালনার মাধ্যমে যাত্রা শুরু করে। গত দু’বছরে ইউএস-বাংলা এয়ারলাইন্স অভ্যন্তরীন ও আঞ্চলিক রুটে বিভিন্ন গন্তব্যে চৌদ্দ হাজারের অধিক ফ্লাইট অত্যন্ত সফলভাবে পরিচালনা করেছে। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইন্স ইতোমধ্যে ৮০০জনের অধিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। “ফ্লাই ফাস্ট-ফ্লাই সেফ” স্লোগান নিয়ে যাত্রা শুরু করা ইউএস-বাংলা এয়ারলাইন্স সর্বোচ্চ সেবা প্রদানে প্রতিজ্ঞাবদ্ধ। ইউএস-বাংলা গত দুই বছরে অভ্যন্তরীণ রুটে উল্লেখযোগ্য মার্কেট শেয়ারের অংশীদার। বিমান পরিবহন সেক্টরে ইতিমধ্যে নিজস্ব ব্র্যান্ড পরিচিতি লাভ করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।  ইউএস-বাংলা বর্তমানে ঢাকা থেকে অভ্যন্তরীণ সকল রুট ছাড়াও ঢাকা-কাঠমুন্ডু রুটে ফ্লাইট পরিচালনা করছে। খুব শীঘ্রই কলকাতা, পারো, কুয়ালা লামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক, দোহা, দাম্মাম, দুবাই ও কুনমিং রুটে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। ১৭ জুলাই ২০১৪ তারিখে ৭৬ আসন বিশিষ্ট দুইটি ড্যাশ৮-কিউ৪০০ এয়ারক্রাফট দিয়ে যাত্রা শুরু করা ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বহরে বর্তমানে রয়েছে মোট তিনটি ড্যাশ৮-কিউ৪০০ এয়ারক্রাফট। তৃতীয় বছরে পদার্পণ উপলক্ষে তিনটি বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট ও আরো একটি ড্যাশ৮-কিউ৪০০ এয়ারক্রাফট ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে। ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী এয়ারক্রাফটগুলি চলতি বছরের আগস্ট মাসে ইউএস-বাংলা’র বিমান বহরে যুক্ত হচ্ছে এবং সেপ্টেম্বর থেকে নতুন এয়ারক্রাফটগুলো দিয়ে বিভিন্ন রুটে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।
গত দুই বছরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের অভাবনীয় সফলতার জন্য বাংলাদেশ মনিটর কর্তৃক ডমেস্টিক সেক্টরে “বেস্ট এয়ারলাইন অব দ্যা ইয়ার-২০১৫”- এ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে। এছাড়া বাংলাদেশ ট্রাভেলার্স ফোরাম কর্তৃক পরপর দু’বছর “বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্যা ইয়ার-২০১৪ ও ২০১৫” নির্বাচিত হয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রেস বিজ্ঞপ্তি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button