অভ্যুত্থান ঠেকাতে তুরস্কের রাজপথেই বিয়ে

Turky Marriageবলা হয়ে থাকে তুর্কিরা বীরের জাতি। সত্যিই যে তারা বীরের জাতি সে ধারণা আরেকটু পাকাপোক্ত ভাবেই প্রমাণ করলেন শুক্রবারের সেনা অভ্যুত্থান চেষ্টা রুখে দিয়ে।
গোটা তুরস্কজুড়ে প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের ডাকে সাড়া দিয়ে রাজপথের লাগাতার অবস্থান রীতিমত পরিণত হয় উৎসবে। যেমন- বর-কনের বিয়ের দিনক্ষণ ঠিক ছিল আগে থেকে। কিন্তু এরই মাঝে অভ্যুত্থান চেষ্টার ঘটনা। এরদোগানের আহ্বানের পর আর তারা ঘরে বসে থাকতে পারলেন না। স্বজনদের সঙ্গে শুক্রবার রাতে নেমে আসেন রাজপথে। পাত্র-পাত্রী উভয় পক্ষ স্বপরিবারে রাজপথে। তাই বলে কি বিয়ে থেমে থাকবে? নাকি পিছিয়ে যাবে?
মোটেই না, রাজপথেই সম্পন্ন হয় বিয়ে পর্ব আর এই অন্যরকমভাবে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় শুধু নবদম্পত্তিই খুশি নয়, খুশি পুরো পরিবারসহ আত্মীয় স্বজনেরাও।
একে অপরের অস্তিত্বের সাথে মিশে যাওয়ার পর নতুন এই যুগল তাদের হাত রাখলেন চাঁদ তারা খচিত লাল পতাকার উপর। তাদের চোখেমুখে স্বপ্নগুলো যেন জানান দিচ্ছে- চিন্তা করোনা তুরস্ক তোমার সার্বভৌমত্ব আর গণতন্ত্র রক্ষায় আমরা উপহার দিব আরেকটি নতুন বীর প্রজন্ম।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button