৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির সপ্তাহব্যাপী কর্মসূচি
বিএনপির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বিএনপিসহ যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
১ সেপ্টেম্বর সকাল ৬টায় নয়াপল্টন কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। একই সঙ্গে সারাদেশে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। ওইদিন সকাল ১০টায় শহীদ জিয়ার মাজারে খালেদা জিয়ার নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করা হবে।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে ছাত্রদল সোহরাওয়ার্দী উদ্যান থেকে ২ সেপ্টেম্বর বিকাল ৩টায় র্যালি বের করবে। ৩ সেপ্টেম্বর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনা সভা এবং ৪ সেপ্টেম্বর স্বেচ্ছাসেবক দল তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্যের ভিডিও প্রদর্শনের আয়োজন করবে। ৫ সেপ্টেম্বর যুবদলের সমাবেশ, ৯ সেপ্টেম্বর মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা এবং তারেক রহমান ও খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে ১০ সেপ্টেম্বর বিকাল ৩টায় র্যালির আয়োজন করবে মহানগর বিএনপি।
সব শেষ ১১ সেপ্টেম্বর খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে বিএনপি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভার অনুষ্ঠিত হবে।