৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির সপ্তাহব্যাপী কর্মসূচি

বিএনপির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বিএনপিসহ যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
১ সেপ্টেম্বর সকাল ৬টায় নয়াপল্টন কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। একই সঙ্গে সারাদেশে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। ওইদিন সকাল ১০টায় শহীদ জিয়ার মাজারে খালেদা জিয়ার নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করা হবে।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে ছাত্রদল সোহরাওয়ার্দী উদ্যান থেকে ২ সেপ্টেম্বর বিকাল ৩টায় র‌্যালি বের করবে। ৩ সেপ্টেম্বর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনা সভা এবং ৪ সেপ্টেম্বর স্বেচ্ছাসেবক দল তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্যের ভিডিও প্রদর্শনের আয়োজন করবে।  ৫ সেপ্টেম্বর  যুবদলের সমাবেশ, ৯ সেপ্টেম্বর মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা এবং তারেক রহমান ও খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে ১০ সেপ্টেম্বর বিকাল ৩টায় র‌্যালির আয়োজন করবে মহানগর বিএনপি।
সব শেষ ১১ সেপ্টেম্বর খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে বিএনপি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভার অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button