জার্মানির মিউনিখে শপিংমলে গোলাগুলি
জার্মানির মিউনিখ শহরের একটি শপিং সেন্টারে গুলিবর্ষণে কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন। স্থানীয় পত্রিকা জুত্তেসে জাইতুং পুলিশকে উদ্ধৃত করে হামলায় ‘কয়েকজনের নিহত হওয়া’র খবর দিয়েছে। অপরদিকে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ইনডিপেনডেন্টের খবরে পাঁচজন মৃত বলে অসমর্থিত সূত্রে জানানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হামলাকারী বা হতাহতের নির্দিষ্ট সংখ্যা সম্পর্কে কোনো তথ্যই দিতে পারেনি কেউ। হামলার পরপরই পুলিশ বড় ধরণের অভিযান শুরু করে। এছাড়া সিএনএন’র খবরে বলা হয়, ওই শপিং সেন্টারের নাম অলিস্পিয়া এইনকাফসজেন্ট্রাম। গুলিবর্ষণের পর মিউনিখের মুশেখ এলাকার ওই শপিংমলটি বন্ধ করে দিয়েছে পুলিশ। প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে পুলিশি অভিযান চলছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো।
বিবিসির খবরে বলা হয়, গুলিবর্ষণের খবর আসার পরপর মোসাখ ডিস্ট্রিক্টে অবস্থিত ওই শপিং সেন্টারের চারপাশের এলাকা সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়া হয়। ঘটনাস্থলের ওপর হেলিকপ্টার টহল দিচ্ছে। ভেতরের দোকানদাররা বের হতে পারছেন না।
সোমবার দেশটির বাভারিয়ায় একটি ট্রেনে এক অভিবাসী কিশোর ৫ ব্যাক্তিকে ছুরিকাঘাত করার পর থেকেই নিরাপত্তা বাহিনী সতর্কাবস্থায় রয়েছে। ওই ঘটনার পর কর্তৃপক্ষ আরও হামলার ঝুঁকি সম্পর্কে সতর্ক করে দিয়েছিল।