৪৮ ঘন্টায় ১৮৩০০০ আবেদন
মাত্র ৪৮ ঘন্টার মধ্যে বৃটেনের বিরোধী লেবার পার্টির সদস্যপদের জন্য আবেদন করেছেন এক লাখ ৮৩ হাজারেরও বেশি মানুষ। এতে দলনেতা জেরেমি করবিন ও তার বিরোধীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। করবিন ও তার মিত্ররা মনে করছেন, এসব সদস্য আগামী নির্বাচনে দলনেতা জেরেমি করবিনকেই ভোট দেবেন।করবিন বিরোধী ‘সেভিং লেবার’ গ্রুপ বলছে তার উল্টোটা। তারা বলছেন, এসব সদস্য তাদেরকেই ভোট দেবেন।
অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট লিখেছে, দলের সমর্থকদের দলীয় নির্বাচনে ভোট দেয়ার জন্য প্রতিজন ২৫ পাউন্ড করে জমা দিয়ে আবেদন করতে হয়। তাদেরকে রেজিস্ট্রার্ড সদস্য হিসেবে গণ্য করা হয় এবং তারা দলীয় প্রধান নির্বাচনে ভোট দিতে পারেন। এবার ৪৮ ঘন্টার মধ্যেই এমন আবেদন করেছেন এক লাখ ৮৩ হাজারেরও বেশি দলীয় সমর্থক। দলনেতা করবিন বিরোধী শিবির জনগণের প্রতি আহ্বান জানিয়েছে, নিবন্ধিত হতে এবং করবিনের নেতৃত্ব থামিয়ে দিতে।