মারকাজুল উলুম লন্ডনের উদ্যোগে সিরাতুন্নবী (সাঃ) সম্মেলন সম্পন্ন

Markazগত ২৫ জুলাই সোমবার বিকেলে মারকাজুল উলুম লন্ডনের উদ্যোগে এক সিরাতুন্নবী (সাঃ) সম্মেলন অনুষ্ঠিত হয়। মারকাজুল উলুম লন্ডনের প্রিন্সিপাল মাওলানা শুয়াইব আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সিরাতুন্নবী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাচ্ছিরে কুরআন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ সভাপতি,শায়খুল হাদীস আল্লামা তাফাজ্জুল হক হবীগঞ্জী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশের প্রখ্যাত মুফাচ্ছিরে কোরআন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ সভাপতি, মাওলানা জুনায়েদ আল হাবিব, বিশিষ্ট আলেম মাওলানা শায়খ আবদুল মছাওয়ীর, মাওলানা শায়খ আসগর হোসেন, মাওলানা শায়খ তরীকুল্লাহ।
মাওলানা সৈয়দ নাঈম আহমদের পরিচালনায় সম্মেলনে আরো বক্তব্যে রাখেন বিশিষ্ট মিডিয়া পারছন মুফতি আবদুল মুনতাকিম, মাওলানা নুরে আলম হামিদী, মারকাজুল উলুম মসজিদের ইমাম মাওলানা আবদুল মজিদ, মাওলানা শায়খ ছাইদ আলী, হাফিজ হোসেন আহমদ বিশ্বনাথী, মাওলানা সিরাজ, মাওলানা রোমমান,মুফতি মুতাহির সিদ্দিক, মাওলানা খালিদ আহমদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আল্লামা তাফাজ্জুল হক হবীগঞ্জী বলেন, রাসুল (সাঃ) এর আদর্শ মত আমাদের জীবন গড়তে হবে। বাতিলের বিরুদ্ধে সংগ্রামের জন্য যখন ডাক আসে তখনই সাড়া দিতে হবে। দুনিয়ার যেখানেই মানুষ নির্যাতিত, নিপিড়িত, সেখানেই মজলুমের পক্ষে আওয়াজ জোরদার করতে হবে। মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন, রাসুল (সাঃ) তার জীবনে কখনো কোন বাতিলের সাথে আপোষ করেন নি।
তিনি ছিলেন একজন সফল রাষ্ট্র নায়ক, এবং আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন রাসুল, হযরত আদম (আঃ) থেকে শুরু করে মুহাম্মদ (সাঃ) পর্যন্ত সকল নবীগন ছিলেন উম্মতের পথ প্রদর্শক। পারিবারিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত নবীগন হলেন আমাদের আদর্শ। মাওলানা শুয়াইব আহমদ সম্মেলনে অংশগ্রহণ করায় সকলের শোকরিয়া আদায় করেন এবং মারকাজুল উলুম লন্ডনে সকলের সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button