৫ বিলিয়ন ডলারে বিক্রি হল ইয়াহু!
ইন্টারনেট জায়ান্ট ইয়াহু-এর মূল ইন্টারনেট ব্যবসা (সার্চ ও বিজ্ঞাপন) কিনে নিয়েছে মার্কিন টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান ভেরাইজন। এ জন্য প্রতিষ্ঠানটিকে গুণতে হয়েছে ৪.৮৩ বিলিয়ন ডলার। খবর রয়টার্সের।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ইয়াহু নিজেদের মূল ইন্টারনেট ব্যবসায়ের ‘কৌশলগত বিকল্প’ খোঁজার ঘোষণা দেয়।
এর পরই ভেরাইজন প্রতিষ্ঠানটির মূল ব্যবসায়ের মালিকানা নিতে আলোচনা শুরু করে। ইতিমধ্যে প্রতিষ্ঠান দুটির মধ্যে চুক্তিও সম্পন্ন হয়েছে। আর এর মধ্য দিয়ে শেষ হলো ইয়াহু যুগের।
ভেরাইজনের মালিকানায় রয়েছে আরেক নামজাদা প্রতিষ্ঠান আমেরিকা অনলাইন বা এওএল।
বর্তমানে ইয়াহু’র ব্যবসায় বলতে রয়েছে চীনা ই-কমার্স জায়ান্ট আলিবাবা-তে থাকা ১৫ শতাংশ শেয়ার আর ইয়াহু জাপানে থাকে ৩৫.৫ শতাংশ শেয়ার।