কোন দেশের মানুষ সবচেয়ে লম্বা
গড় উচ্চতায় নেদারল্যান্ডসের পুরুষরা সবচেয়ে লম্বা (১৮৩ সেমি. বা ৬ ফুট) এবং নারীদের উচ্চতায় শীর্ষ দেশ লাটাভিয়া (১৭০ সেমি. বা ৫ ফুট ৭ ইঞ্চি)। সম্প্রতি ই-লাইফ জার্নালে প্রকাশিত জরিপ প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
বিবিসি জানায়, এক শতাব্দীতে মানুষের বৃদ্ধির প্রবণতা শীর্ষক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুসারে, গত একশ’ বছরে ইরানের পুরুষ (৬ ইঞ্চি) এবং দক্ষিণ কোরিয়ার নারীদের (৮ ইঞ্চি) গড় উচ্চতায় বেড়েছে সবচেয়ে বেশি। ১৯১৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত সংগৃহীত তথ্যের আলোকে এ ফলাফল জানা যায়। তুলনামূলকভাবে উচ্চতা বেড়েছে জাপান, চীন ও দক্ষিণ কোরিয়ার মানুষের। তবে উচ্চতা কমেছে আমেরিকানদের।
১৯১৪ সালে গড় উচ্চতায় মার্কিন পুরুষরা বিশ্বের তৃতীয় এবং নারীরা ছিল চতুর্থ। কিন্তু এখন তাদের অবস্থান যথাক্রমে ৩৭ ও ৪২ নম্বরে। গড় উচ্চতায় সবচেয়ে খর্বাকায় পূর্ব তিমুরের পুরুষরা (৫ ফুট ৩ ইঞ্চি) এবং গুয়েতেমালার নারীরা (৪ ফুট ১১ ইঞ্চি)। সাহারা অঞ্চলের মানুষের উচ্চতাও কিছুটা কমে গেছে। তবে তেমন কোনো পরিবর্তন হয়নি বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অধিবাসীদের।