সৌদি গিফটে ওবামাকে ছাড়িয়ে হিলারি
সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি রডহ্যাম ক্লিনটন গিফট পাওয়ার দৌড়ে পেছনে ফেলেছেন প্রেসিডেন্ট বারাক ওবামাকে। বিশ্বনেতাদের কাছ থেকে দামী উপঢৌকন সামগ্রী পাওয়ার ক্ষেত্রে গত বছরই ওবামা হিলারির পেছনে পড়ে যান। সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহর কাছ থেকে ৫ লাখ ডলার মূল্যের স্বর্ণালঙ্কার পেয়েছিলেন হিলারি। একটি গোলাকৃতির স্বর্ণমণ্ডিত বাক্সের মধ্যে ছিল স্বর্ণের ব্রেসলেট, আংটি ও কানের দুল। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বলছে, সাদা স্বর্ণটি অশ্রুবিন্দু আকৃতির রুবি ও ডায়মন্ড খচিত। আর ওবামা স্বর্ণের পাতে মোড়ানো একটি ঘড়ি অর্থাৎ, সবচেয়ে দামী যে গিফটটি পেয়েছেন তার মূল্য মাত্র সাড়ে ১৬ হাজার ডলার। ঘড়িটি ওবামাকে উপহার দিয়েছিলেন সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী সালমান বিন আবদুল আজিজ আল-সৌদ। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তার নিজের হাতে স্বাক্ষর করা একটি লাল, সাদা ও নীল রঙের বাস্কেটবল উপহার দিয়েছিলেন স্পোর্টস-প্রেমিক ওবামাকে। বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও তার স্ত্রী সামান্থা ওবামাকে একটি ডানলপ টেবিল গিফট হিসেবে দিয়েছিলেন। টেবিলটির দাম ১ হাজার ১০০ ডলার। সামান্থা ফার্স্ট-লেডি মিশেলকে দিয়েছিলেন ৪৮০ ডলারের কাশ্মিরী ওড়না। এছাড়া অসংখ্য ফুলদানি, ঘড়ি, চিত্রকর্ম ও অন্যান্য উপহার সামগ্রী তো রয়েছেই। আইরিশ প্রধানমন্ত্রী ওবামাকে একটি ৭ হাজার ২৪৬ ডলার মূল্যের প্যাকেজ উপহার দিয়েছিলেন, যার মধ্যে কয়েকটি গিফট আইটেম ছিল। মিয়ানমারের প্রধানমন্ত্রী থেইন সেইন ফার্স্ট লেডি মিশেল ওবামাকে ৪ হাজার ২০০ ডলারের একটি মুক্তা, স্বর্ণ ও ডায়মন্ডখচিত নেকলেস উপহার দিয়েছিলেন। ওবামার দুই মেয়ে মালিয়া ও সাশাকেও মুক্তা, ডায়মন্ড ও স্বর্ণখচিত উপহারসামগ্রী দিয়েছিলেন থেইন সেইন। অন্যদিকে, হিলারি রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের কাছ থেকে ৫৬০ ডলার মূল্যের কগন্যাক মদ উপহার পেয়েছিলেন। একইভাবে অনেকের কাছ থেকেই ওবামা ও হিলারি উপঢৌকন সামগ্রী পেয়েছেন। তবে, কেউই সৌদি আরবের চেয়ে এগিয়ে নয়। আর, সৌদি আরবের গিফটের কল্যাণেই হিলারি দৌড়ে ওবামার চেয়ে বিশাল ব্যবধানে এগিয়ে।