বর্ণিল আয়োজনে পর্দা উঠলো রিও অলিম্পিকের
জাঁকজমকপূর্ণ আয়োজন আর জমকালো আলোকসজ্জা ও বর্ণিল অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠলো বিশ্বের সবচেয়ে মর্যাদাকর ক্রীড়া আসর রিও অলিম্পিকের।
‘দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত অলিম্পিককে স্বাগত জানালো ব্রাজিলে হাজারো মানুষ। শুধু স্টেডিয়ামেরই উপস্থিত ৭৮ হাজার সৌভাগ্যবান নয়, বিশ্বের প্রায় ৩০০ কোটি মানুষ টেলিভিশন সেট ও ইন্টারনেটের মাধ্যমে সরাসরি এ অনুষ্ঠানের মধ্য দিয়ে রিও অলিম্পিককে স্বাগত জানান।
৩১তম আসরটি রিও অলিম্পিকের উদ্বোধন হল বিশ্বখ্যাত মারাকানা স্টেডিয়ামে। অনুষ্ঠানের শুরুতেই মারাকানা স্টেডিয়ামে ব্রাজিলের রাষ্ট্রপ্রধানকে বরণ করে নেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এবং আয়োজক কমিটির দুই সভাপতি। শুভ উদ্বোধন ঘোষণা করেন ব্রাজিলের রাষ্ট্রপ্রধান। মুহূর্তেই বেজে উঠে অলিম্পিক সংগীত সঙ্গে ওড়ানো হয় অলিম্পিক পতাকা।
এরপর রিও অলিম্পিকে অংশ নেয়া ২০৬টি দেশের মোট ১১ হাজারেরও বেশি অ্যাথলিটের মার্চ পাস্ট অনুষ্ঠান। এ প্যারেডেতে সবার আগে থাকে অলিম্পিকের জন্মদাতা দেশ গ্রিস। বাকি দলগুলো বর্ণানুক্রমিকভাবে মার্চ পাস্টে অংশ নেয়।