ভালো থেকো কিউজো…
জঙ্গলের ফিরে যাবার আগে শেষবারের মতো তার পালক পিতার মুখে চেটে দিচ্ছে ক্যাঙ্গারো কিউজো। শেষবারের মতো তার কাছ থেকে আদরটুকুও নিয়ে নিচ্ছে।
বাবা মা মারা যাবার পর পাঁচ মাস ধরে এই ক্যাঙ্গারু ছানাটিকে লালন পালন করেছেন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান পুলিশের এই কনস্টেবল স্কট মেইসন।
পাঁচ মাস আগে একটি ট্রাকের নীচে চাপা পড়ে মারা যায় কিউজোর বাবা-মা মারা যায়।
তখন তাকে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার কিউ শহরের পুলিশ তাকে উদ্ধার করে। এরপর থেকেই সে স্থানীয় পুলিশের তত্ত্বাবধানে রয়েছে।
কিউজোর যত্নের দায়িত্ব ছিলো কনস্টেবল স্কট মেইসেনের উপর।
তিনি এই শাবকটিকে লালন পালনের জন্য আলাদা করে প্রশিক্ষণও নিয়েছেন।
এমনকি মাঝে মাঝে তিনি ক্যাঙ্গারু মায়ের মতো শাবকটিকে তার গেঞ্জির ভেতর ঢুকিয়ে রাখতেন।
এই সময়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও কিউজো ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। তার বেড়ে ওঠার সময়ের নানা ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করা হয়।
সবাই নিয়মিত তার খোঁজখবর রাখতেন।
তবে তিনমাস আগে একবার ঈগলের আক্রমণে কিছুটা আহত হয় কিউজো। তাকে সেবা করে আবার সুস্থ করে তোলা হয়।
এখন কিউজোর বয়স ১০মাস, সে জঙ্গলে ফিরে যাওয়ার জন্য পুরোপুরি উপযুক্ত।
কিউ শহরের পুলিশ একটি টুইটার বার্তায় বলছে, কিউজোর এখন একটি বান্ধবী পাওয়ার সময় হয়েছে।