সংশোধনাগার থেকে কারাগারে ঐশী
এসবির পুলিশ ইন্সপেক্টর মাহফুজুর ও তার স্ত্রী স্বপ্না রহমানকে খুনের ঘটনায় অভিযুক্ত তাদের মেয়ে ঐশী রহমানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। এর আগে আজ শনিবার সকাল আটটার দিকে তাকে সংশোধনাগার গাজীপুর কোনাবাড়ির কিশোরী কেন্দ্র থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) আনা হয়।
জানা গেছে, বয়স পরীক্ষার সেখানেই পুনরায় ঐশীর হাতের ছাপ নেয়া হয়েছে। এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, এর আগে ঐশীর হাতের যে ছাপ নেয়া হয়েছিল সেটা ভুল ছিল। এ কারণে আদালতের নির্দেশে আবারও তার হাতে ছাপ নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। বেলা ১১টার দিকে ঢামেক থেকে ঐশীকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।