ওমরাহ ও হজযাত্রীদের প্রথম ভিসা ‘ফ্রি’
প্রথমবার হজ বা ওমরাহ করতে যাওয়া ব্যক্তিদের সৌদি আরব যেতে কোনো ধরণের ভিসা ফি দিতে হবে না। নতুন সংশোধিত ভিসানীতিতে দেশটির সরকার একথা জানিয়েছে।
সৌদি মন্ত্রিপরিষদের ঘোষিত সংশোধিত ভিসা ফি নীতিতে বলা হয়, প্রথমবারের মতো সৌদি আরবে হজ ও ওমরাহ করতে আসা ব্যক্তিদের ভিসা ফি সরকার বহন করবে। নতুন ঘোষিত নীতিতে সৌদি আরবে ছয় মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসার ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার সৌদি রিয়াল (৫৩৩ মার্কিন ডলার)। এছাড়া ছয় মাসের মাল্টিপল এন্ট্রি ভিসার জন্য তিন হাজার রিয়াল, এক বছরের জন্য পাঁচ হাজার রিয়াল এবং তিন বছরের জন্য আট হাজার রিয়াল নির্ধারণ করা হয়েছে।