অবৈধ ইমিগ্রান্টদের বিরুদ্ধে নীতি পুন:বিবেচনায় ইউকে সরকারকে সুপারিশ
অবৈধ ইমিগ্রান্টদের বিরুদ্ধে ইউকে সরকারের প্রণীত নতুন নীতি পুন:বিবেচনা করতে সরকারের কাছে সুপারিশ জানিয়েছে ব্রিটিশ প্রপার্টি ফেডারেশন (বিপিএফ)। বিপিএফ জানায়, নতুন প্রস্তাবনা অনুযায়ী প্রত্যেক ভাড়াটিয়ার জটিল ইমিগ্রেশন ডকুমেন্ট যাচাই করে বাড়ি ভাড়া দিতে হবে। কিন্তু হাউজ ওনাররা ইমিগ্রেশন অফিসার নয়। যেখানে একজন ইমিগ্রান্টের ডকুমেন্ট চেক করতে অফিসারদের দীর্ঘ সময় লাগে সেখানে হাউজ ওনাররা কিভাবে তা করবে। অনেক ব্রিটিশ হাউজ ওনার আছেন যারা জীবনে ইমিগ্রেশন ডকুমেন্ট দেখেনি।
এই নীতি বর্তমান প্রেক্ষাপটের সাথে অসমঞ্জস্য। যে সব ওনারদের কমপ্লেক্স বিল্ডিং রয়েছে তাদের প্রত্যক রুমে গিয়ে ডকুমেন্ট যাচাই করা সম্ভব নয়। গত সপ্তাহে এমপি সারাহ টিয়েথার গভর্নমেন্ট এর নতুন নীতি বন্ধের আহ্বান জানান।
বিপিএফ এর মতে, হাউজওনার বা ল্যান্ডলর্ডদের সহজ কিছু কার্যক্রম সম্পন্ন করতে হবে যেমন, স্টুডেন্টদের ইউনিভার্সিটি ডকুমেন্ট যাচাই করা। যাদের ইমিগ্রেশন ডকুমেন্ট আগেই যাচাই করা হয়েছে। তবে তারা ভাড়াটিয়ার ভিসা যাচাই করতে পারবেনা। ভিসা মেয়াদ শেষ হয়েছে কিনা সে বিষয়ে ভাড়াটিয়াদের সতর্ক করার সময় নেই ল্যান্ডলর্ডদের।