কোকাকোলার কারখানায় ৩৮০ কেজি কোকেন
ফ্রান্সে কোমল পানীয় প্রতিষ্ঠান কোকা-কোলার একটি কারখানায় ৩৮০ কেজি কোকেন উদ্ধার করেছে দেশটির পুলিশ। ঘনীভূত কমলার জুসের একটি চালানের ব্যাগের ভেতর এ কোকেন ছিল।
দক্ষিণ আমেরিকার কোস্টারিকা থেকে ফ্রান্সের ওই কারখানায় পাঠানো ব্যাগগুলো খুললে কোকেনের বিষয়টি ধরা পড়ে। ওই চালানে প্রায় ৩৭০ কেজি কোকেন পাওয়া যায়, যার বাজার মূল্য আনুমানিক ৫০ মিলিয়ন ইউরো। তবে এখনো কারখানা কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।