সৌদি আরবে ঈদুল আজহা ১২ সেপ্টেম্বর
সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। সেখানে পবিত্র ঈদুল আজহা ১২ সেপ্টেম্বর পালিত হবে। বৃহস্পতিবার সৌদি আরবের সুপ্রিম কোর্টের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যমগুলো। সৌদি আরবে জিলহজ মাসের প্রথমদিন নির্ধারণ হয়েছে ৩ সেপ্টেম্বর শনিবার। সৌদি আরবের মতো সংযুক্ত আরব আমিরাতের আকাশেও আজ চাঁদ দেখা যায় নি।
এদিকে বাংলাদেশে শুক্রবার চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। চাঁদ দেখা কমিটির বৈঠকের পরই জানা যাবে, কবে ঈদ হচ্ছে বাংলাদেশে। সাধারণত বাংলাদেশে সৌদি আরবের একদিন পর ঈদ হয়ে থাকে। সে হিসেবে এখানে আগামী ১৩ সেপ্টেম্বর ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা বেশি।