১২ বছর বয়সেই গ্রাজুয়েশন !
যে বয়সে ছেলে-মেয়েরা হাইস্কুলের গন্ডিই পেরুতে পারে না সেই বয়সেই কিনা ইঞ্জিনিয়ারিংয়ের ক্লাসে যাতায়াত করছে ১২ বছর বয়সী জেরেমি শিউলার। মাত্র কয়েকদিন আগেই অর্জন করেছে হাইস্কুল গ্রাজুয়েশন। হাইস্কুল গ্রাজুয়েশন শেষ করতেই আরো কয়েক বছর লেগে যাওয়ার কথা ছিলো শিউলার। কিন্তু সবাইকে তাক লাগিয়ে এখন ভর্তি হয়েছে টেক্সাসের কর্নেল ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং ক্লাসে। এখানে মাত্র ২ বছর পড়লে ডিপ্লোমা এবং চার বছর পড়লে সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্স শেষ করতে পারবে জেরেমি। জেরেমি যদি নির্দিষ্ট সময়ে পাশ করতে পারে, তাহলে সে ১৬ বছর বয়সেই বনে যাবে বিশ্ববিদ্যালয়টির কনিষ্ঠ বয়সী পুরোদস্তুর ইঞ্জিনিয়ার!
প্রথমে যখন শিউলার ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির উদ্দেশে কর্নেল ইউনিভার্সিটিতে গিয়েছিলো সবাই তখন অবাক হয়ে তার দিকে তাকিয়ে ছিলো। কিন্তু তার হাইস্কুল গ্রাজুয়েশনের সার্টিফিকেট দেখে বিনা বাক্যে ভর্তি করে নেয়। তাকে নিয়ে বেশ উচ্ছ্বসিতও তার ইউনিভার্সিটির ডিন ল্যান্স কোলিন্স। জেরেমি শিউলার সম্পর্কে বলতে গিয়ে কোলিন্স বলেন, এটা সত্যিই অস্বাভাবিক ঘটনা। যে বয়সে তার হাইস্কুলে পড়ার কথা ছিল সেই বয়সেই কিনা ইঞ্জিনিয়ারিং পড়ছে।
শিউলার বাবা-মা এ্যান্ডি এবং হ্যারী শিউলার, টেস্কাসের লুব্বক এলাকার অধিবাসী। তারা দুজনেই এ্যারোস্পেস ইজ্ঞিনিয়ার। দুজনই সন্তানের লেখাপড়ায় ভীষণ সাহায্য করেন। সব থেকে বড় কথা হলো, শিউলার দুর্দান্ত মেধাবী এবং তার জ্ঞানার্জনের দুর্বার ইচ্ছাশক্তি রয়েছে। শিউলার বাবা-মা জানান, মাত্র সাত বছর বয়স থেকেই সে ক্যালকুলাসের মতো কঠিন বিদ্যা রপ্ত করে। বিজ্ঞান ভিত্তিক বিষয়ে তার আগ্রহটা একটু বেশি। ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে পেরে ভীষণ খুশি জেরেমি শিউলা।