রাজধানীতে রক্তবন্যা, দূষণের শঙ্কা
ঈদের সকাল থেকে অঝর ধারায় বৃষ্টি রাজধানীতে নতুন সংকট তৈরি করেছে। বিভিন্ন এলাকায় পথ ঘাট তলিয়ে গেছে পানিতে আর কোরবানির পশুর রক্ত ছড়িয়ে পড়ছে সড়কে।
সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রমের পরিকল্পনায় এই দিকটি ছিল না। ফলে এখন আগের চেয়ে অনেক বেশি এলাকাজুড়েই চালাতে হবে জীবাণুমুক্তের কার্যক্রম।
মঙ্গলবার বেলা ১১টার দিকে মগবাজারের র্যাব-৩ ক্যাম্পের সামনের রাস্তায় হাঁটুপানি দেখা গেলো। ওই এলাকায় সকাল সাড়ে আটটা থেকেই জবাই শুরু হয় কোরবানির পশু। জবাইয়ের পর রক্ত এসে মিশেছে ওই পানি। পানির রঙ হয়ে গেলো লাল। এই পানি সরেনি বেলা একটায়ও।
একই চিত্র দেখা যায় বেইলি রোড, শাহবাগ, শান্তিনগর, আরামবাগ, বাসাবো, খিলগাঁও, মতিঝিল, ফার্মগেট, রাজারবাগ, মালিবাগসহ অনেক এলাকায়।