বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উল্কাপিণ্ড আবিষ্কার

Ulkaবিশ্বের দ্বিতীয় বৃহত্তম উল্কাপিণ্ডের সাক্ষাৎ পেয়েছেন বিজ্ঞানীরা। সম্প্রতি আর্জেন্টিনার এক কৃষিজমি থেকে রায় ৪ হাজার বছর আগের উল্কাপিণ্ডের সন্ধান পেয়েছেনচাকো অ্যাসোসিয়েশন অফ অ্যাস্ট্রোনমির গবেষকরা৷ উল্কাপিণ্ডটির ওজন ৩০ টন।
উল্কাপিণ্ডটি মাটির নিচে থেকে তুলতে বেশ কসরত করতে হয়েছে তাদের৷ এর থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে আশা গবেষকদের৷
তাদের মতে এটিই পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম উল্কাপিণ্ড৷ নাম দেয়া হয়েছে ‘গানসিডো মিটিওরাইট’৷
বিশ্বের সবচেয়ে বড় উল্কাপিণ্ডটি পাওয়া গিয়েছিল আফ্রিকার নামিবিয়ায়৷ যার ওজন ছিল ৬০ টন৷ আর নাম দেয়া হয়েছিল ‘হোবা’৷

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button