ইংল্যান্ডের বাংলাদেশ সফরের দল ঘোষণা

শেষ পর্যন্ত ওয়েন মরগান ও অ্যালেক্স হেলসকে বাদ দিয়েই বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করল ইংল্যান্ড। ফলে অবসান ঘটল সব জল্পনা-কল্পনার। জানা গেল, ইংল্যান্ড দলের কোন ক্রিকেটাররা আসছেন বাংলাদেশ সফরে।
নিরাপত্তাজনিত শঙ্কার কারণে ওয়ানডে দলের অধিনায়ক ওয়েন মরগান ও অ্যালেক্স হেলস বাংলাদেশ সফরে আসতে অপারগতা প্রকাশ করে।
টেস্ট দলের অধিনায়ক অ্যালিস্টার কুক, জো রুট, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসনদের মতো সব তারকা ক্রিকেটারকেই দেখা যাবে বাংলাদেশ সফরে। আছে বেশ কিছু নতুন মুখও। বাংলাদেশের বিপক্ষেই টেস্ট অভিষেক হয়ে যেতে পারে ১৯ বছর বয়সী হাসিব হামিদের। ২১ বছর বয়সী বেন ডাকেটও আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শুরু করতে পারেন বাংলাদেশের বিপক্ষে।
দীর্ঘদিন পর আবার ইংল্যান্ড দলে ফিরেছেন গ্যারেথ ব্যাটি। ২০০৯ সালে শেষবারের মতো আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন এই অফস্পিনার। টেস্ট খেলেছিলেন আরো আগে, ২০০৫ সালে। দীর্ঘদিন পর আবার টেস্ট ক্রিকেট খেলার সুযোগ পেয়ে যাচ্ছেন এই ইংলিশ ক্রিকেটার।
টেস্ট ও ওয়ানডে সিরিজের জন্য দুটি আলাদা দল ঘোষণা করেছেন ইংল্যান্ডের নির্বাচকরা। দুই ফরম্যাটের জন্যই নাম আছে মাত্র আটজনের। স্টুয়ার্ট ব্রড, জো রুট, অ্যান্ডারসন, স্টিফেন ফিন, অ্যালিস্টার কুকরা খেলবেন শুধু টেস্ট সিরিজ। আর লিয়াম প্লাঙ্কেট, জেমস ভিনস, জ্যাসন রয়, ডেভিড উইলিরা খেলবেন শুধু ওয়ানডেতে।
ইংল্যান্ডের টেস্ট দল : অ্যালিস্টার কুক, মইন আলী, জেমস অ্যান্ডারসন, জাফর আনসারি, জনি বেয়ারস্টো, গ্যারি ব্যালান্স, স্টুয়ার্ট ব্রড, জস বাটলার, বেন ডাকেট, স্টিফেন ফিন, হাসিব হামিদ, আদিল রশিদ, জো রুট, বেন স্টোকস, ক্রিস ওকস ও মার্ক উড।
ইংল্যান্ডের ওয়ানডে দল : জস বাটলার, মইন আলী, জনি বেয়ারস্টো, জ্যাক বল, স্যাম বিলিংস, লিয়াম ডউসন, বেন ডাকেট, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জ্যাসন রয়, বেন স্টোকস, জেমস ভিনস, ডেভিড উইলি, ক্রিস ওকস ও মার্ক উড।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button